কেরলে ক্রমশ বাড়ছে নিপা ভাইরাসে (Nipah Virus in kerala) সংক্রামকের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি এই মুহূর্তে কোঝিকোড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। কেরলের পাশাপাশি কর্ণাটক এবং রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে।
কোঝিকোড়ের ছাড়াও কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমেও সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কোঝিকোড়ে জেলার ১১টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করে কেরল সরকার। ইতিমধ্যে কোঝিকোড়ের সংক্রমণ রুখতে ৭৭টি এলাকাকে ‘হাই রিস্ক জোন’ ঘোষণা করা হয়েছে। কেউ যাতে নিজের এলাকা ছেড়ে বাইরে না যেতে পারেন, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। বাঁশ দিয়ে এক-একটি এলাকা ঘিরে দেওয়া হচ্ছে। গাড়ি, দোকান-বাজার বন্ধ রাখা হচ্ছে। তবে অত্যাবশ্যকীয় পণ্য, যেমন দুধ, ওষুধের দোকান সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
আরও পড়ুন- কাশ্মীরে শহিদ আরও এক জওয়ান, অব্যাহত এনকাউন্টার
তবে এখনও অবধি ৬জন আক্রান্ত হলেও ইতিমধ্যে ৭০০-র বেশি মানুষ তাঁদের সংস্পর্শে চলে এসেছেন। আর এবারে সংক্রমণ ঘটানো নিপা (Nipah Virus in kerala) ভাইরাসটি বাংলাদেশ প্রজাতির একটি রূপ, যা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় বেশি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যেহেতু খুব তাড়াতাড়ি একজনের থেকে আর একজনের শরীরে এই ভাইরাস প্রবেশ করতে পারে, তাই এই রোগ ছড়ায়ও বেশি। আর এই সংক্রমণে মৃত্যুহারও বেশি। ফলে উদ্বিগ্ন প্রশাসন। ২০১৮ সাল থেকে বারবার দক্ষিণের এই রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারাচ্ছে মানুষ। এবারও নিপায় মৃত্যুর খবর সামনে আসতেই জোর আতঙ্ক ছড়িয়েছে কেরলে।