এক দেশ এক ভোট: সংসদে বিরোধিতায় তৈরি তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : মঙ্গলবার সংসদে পেশ করা হতে পারে এক দেশ-এক ভোট (One Nation One Election) সংক্রান্ত দুটি বিল৷ বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও মোদি সরকার সংবিধান সংশোধন বিল ২০২৪ এবং ইউনিয়ন টেরিটরিজ ল অ্যামেন্ডমেন্ড বিল ২০২৪ মঙ্গলবার সংসদে পেশ করবে বলেই সংসদীয় সূত্রের দাবি৷ বিলটি মঙ্গলবার পেশ হচ্ছে ধরে নিয়েই সর্বাত্মক বিরোধিতার জন্য তৈরি তৃণমূল৷ তৃণমূলের সব সাংসদকেই সকাল ১১টার মধ্যেই সংসদে উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে হুইপ দেওয়া হয়েছে৷ এই বিল নিয়ে ইতিমধ্যেই সরকারের অন্দরেও প্রশ্ন উঠেছে৷ সূত্রের দাবি, বিলটির তীব্র বিরোধিতা করেছে এলজেপি এবং জেডি(ইউ)-র মতো এনডিএ-র শরিক দলের সাংসদরা৷ তাদের আপত্তিও কানে তুলছে না বিজেপি৷ সূত্রের দাবি, মঙ্গলবার এক দেশ-এক ভোট (One Nation One Election) সংক্রান্ত দুটি বিল সংসদে পেশ করার পরে বিরোধীদের প্রবল আপত্তির সামনে বিল দুটিকে পরিমার্জন ও সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে পাঠাতে পারে মোদি সরকার৷ তাদের লক্ষ্য হল ঘুরপথে বিল দুটিকে সংসদে পাশ করানো৷ একবার সংসদীয় কমিটি থেকে বিল দুটি পরিমার্জিত হয়ে এলে, সেগুলিকে সংসদে পাশ করানো সহজ হবে বলেই মনে করছে মোদি সরকার৷ এসবের মাঝেই বিরোধী শিবিরও কোমর বেঁধে তৈরি হয়েছে বিল দুটির বিরোধিতা করার লক্ষ্যে৷ সোমবার দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনওভাবেই সরকারের অভিপ্রায় সফল করতে দেবেন না, কোনওভাবেই এক দেশ-এক ভোট নীতি ভারতে প্রয়োগ করা যাবে না৷ সূত্রের দাবি, সোমবার রাতেই তৃণমূল কংগ্রেসের তরফে হুইপ জারি করে মঙ্গলবার দলের সব সাংসদের সংসদীয় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে৷ লোকসভা ও রাজ্যসভা যেখানেই এই বিল দুটি পেশ করা হোক না কেন, তৃণমূল সাংসদরা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ করবেন, জানানো হয়েছে দলীয় সূত্রে৷

আরও পড়ুন- মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা, বিজয়দিবসে স্পষ্ট জন-আবেগ

Latest article