প্রতিবেদন: বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়লেন প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে। এক দেশ এক ভোট নীতির সমর্থনে মোদি সরকারের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার তাঁকে বিরোধীরা প্রশ্ন করেন, সাধারণ নাগরিকদের অধিকার এভাবে কেড়ে নেওয়া হচ্ছে কেন?
আরও পড়ুন-এপিক দুর্নীতি নিয়ে সংসদে ফের প্রতিবাদ তৃণমূলের
এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে যুক্তি ও পাল্টা যুক্তি পেশের পালা অব্যাহত। এবার জেপিসির বৈঠকে প্রশ্নের মুখে বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত যখন কিছুদিন আগেই জেপিসি বৈঠকে উপস্থিত হয়ে এই নীতির প্রয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তখন তাঁর বিরুদ্ধে কোনও কথা বলতে পারেননি শাসক শিবিরের কোনও সাংসদ৷ এর পরে দেশের আর এক প্রাক্তন প্রধান বিচারপতি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈকে জেপিসি বৈঠকেই বিরোধী শিবিরের প্রশ্নের মুখে পড়তে হয়েছে৷ কেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি রাজ্য সরকারের মেয়াদ ফুরোনোর আগেই একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের আয়োজন করা হবে? বিরোধীদের এই প্রশ্নের কোনও যুত্সই জবাব দিতে পারেননি প্রাক্তন প্রধান বিচারপতি রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ, দাবি সূত্রের৷ এই আবহেই সোমবার জেপিসি বৈঠকে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী, প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে৷ প্রত্যাশা মতই তিনি এক দেশ- এক ভোট ইস্যুতে মোদি সরকারের পাশে দাঁড়িয়েছেন এবং এই বিল দুটিকে সমর্থন করেছেন৷ হরিশ সালভে সোমবার জেপিসি বৈঠকে দাবি করেছেন, দেশের সার্বিক বিকাশের লক্ষ্যেই এক দেশ-এক ভোট নীতি প্রণয়ণ করা উচিত৷ বর্ষীয়ান আইনজীবীর এই মতামতের সঙ্গে একমত নয় বিরোধী শিবির৷ কোন যুক্তিতে একজন সাধারণ নাগরিকের ভোটাধিকার খর্ব করার কথা ভাবা হচ্ছে? বিরোধীরা প্রশ্ন করেন প্রবীণ আইনজীবী হরিশ সালভেকে৷ অস্বস্তিতে পড়ে যান সালভে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…