এক দেশ এক ভোট, জেপিসি বৈঠকে কেন্দ্রকে হুঁশিয়ারি কল্যাণের

গায়ের জোরে ওয়াকফ আইন পাশ করতে গিয়ে কী অবস্থা হয়েছে দেখেছেন তো? সুপ্রিম কোর্টে আটকে গিয়েছে আইনের দুটো ধারা৷

Must read

প্রতিবেদন: এক দেশ এক ভোট সংক্রান্ত কোনও পদক্ষেপ নিতে গেলে বিরোধীদের অধিকারের পূর্ণ মর্যাদা দিতে হবে৷ শুধু তাই নয়, কোনও একটি রাজ্যের সরকারের পতন হলে সেখানে বিরোধীদের সরকার গড়ার সুযোগ দেওয়া হবে না কেন? যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি বৈঠকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক, সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার জেপিসি বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিকে সমর্থন করেছেন বিরোধী শিবির সহ বিজেপির অনেক সাংসদই৷ লোকসভা বা বিধানসভার বাকি মেয়াদের জন্য ভোটগ্রহণ করাকে সর্বশেষ উপায় হিসেবে গণ্য করতে হবে, দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গায়ের জোরে ওয়াকফ আইন পাশ করতে গিয়ে কী অবস্থা হয়েছে দেখেছেন তো? সুপ্রিম কোর্টে আটকে গিয়েছে আইনের দুটো ধারা৷ বাতিল হতে পারে গোটা আইনটাই৷ এমন কাজ করবেন না এক দেশ এক ভোট সংক্রান্ত অগণতান্ত্রিক পদক্ষেপ নিতে গিয়ে৷ দিল্লিতে আয়োজিত জেপিসি বৈঠকে মোদি সরকারের উদ্দেশ্যে সাফ হুঁশিয়ারি দিলেন বিরোধী সাংসদরা৷

আরও পড়ুন-বাজারে ফের ৫০০ টাকার জাল নোট, জারি হল সতর্কতা

মঙ্গলবার প্রায় দশ ঘণ্টা ধরে চলে এই বৈঠক, যেখানে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পর্যালোচনার দায়িত্ব প্রাপ্ত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির সামনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হেমন্ত গুপ্তা, এবং জম্মু- কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস এন ঝাঁ৷ তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক, বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলও৷ সিদ্ধান্ত হয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়ে সেখানকার অধিবাসীদের মতামত সংগ্রহ করবেন জেপিসি সদস্যরা৷ তৈরি করা হবে একটি ওয়েবসাইট। অনলাইনে নিজেদের মতামত জানাতে পারবেন তাঁরা।

Latest article