প্রতিবেদন : কালবৈশাখীর আশঙ্কার মাঝেই বৃহস্পতিবার রাতে পুরুলিয়ায় (Purulia) বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। এদিন সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে জেলার মানবাজার থানার কেন্দবেদা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মানবাজার থানা এলাকার বাসিন্দা অষ্টম নারায়ন দেব সাইকেল নিয়ে সন্ধ্যেয় বাড়ি ফিরছিলেন। সেইসময় কেন্দবেদা মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে পরে মানবাজার থানার পুলিশ পৌঁছে সংঞ্জাহীন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে যায়। সেখানে গেলে চিকিৎসকরা অষ্টম নারায়নকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: অভিষেকের প্রশ্নে নিরুত্তর কেন্দ্র