টয়ট্রেন হিঁচড়ে নিয়ে গেল, মৃত্যু কিশোরীর

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দুই বোনে ওষুধ কিনতে বেরিয়ে মর্মান্তিক পরিণতির শিকার! কার্শিয়াংয়ে টয়ট্রেনের (Toy Train) ধাক্কায় মৃত্যু হল ছোট বোনের। গুরুতর আহত তার দিদি। মৃত কিশোরীর নাম রশ্মি রাই। মকাই বাড়ির বাসিন্দা। সোমবার সকালে এই ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় দুই বোনে শুনতে পায়নি ট্রেনের শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাইলেই ট্রেন (Toy Train) থামাতে পারতেন চালক। কিন্তু একবার হর্ন বাজিয়েই চলতে শুরু করে ট্রেনটি। রশ্মিকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। রাতেই মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে কার্শিয়াং রেলস্টেশনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ঘটনা।

আরও পড়ুন-উন্নয়ন-প্রকল্পে অনলাইন নজরদারি, বিজ্ঞপ্তি জারি

Latest article