কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক জওয়ান

বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা এলাকায় তিন-চার জন জঙ্গি লুকিয়ে থাকার খবর আসে।

Must read

বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা এলাকায় তিন-চার জন জঙ্গি লুকিয়ে থাকার খবর আসে। এরপরেই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এক জওয়ান জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন। ভারতীয় সেনা তরফে জানানো হয় দ্রুত ওই জওয়ানের চিকিৎসা করা হয় তবে শেষ রক্ষা করা যায় নি। সকাল ৮.৫৯ মিনিটে এক পোস্টে, কর্পস জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত অভিযান – “অপ ত্রাশী” – এর বিস্তারিত বিবরণ দেয় এবং বলে যে কিস্তওয়ারের ছাতরুতে সন্ত্রাসীদের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। দক্ষিণ কাশ্মীরে এই সন্ত্রাসবিরোধী অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হওয়ার এক সপ্তাহ পর কিস্তওয়ারের এই সংঘর্ষের ঘটনা ঘটল।

আরও পড়ুন-ইউটিউবার জ্যোতি মালহোত্রার পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে জম্মু এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমন অভিযান আরও জোরদার হয়েছে। দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের গতিবিধির খবর নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গত ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে সোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় দু’টি অভিযানে মোট ছয় জঙ্গিকে শেষ করা হয়েছে। পরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই নৃশংস ঘটনায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। উল্লেখ্য, গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা।

Latest article