ভোটগণনা একটি কেন্দ্রে

Must read

প্রতিবেদন : কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার কথা ভাবছে রাজ্য নির্বাচন কমিশন। একদিকে করোনা পরিস্থিতি, অপরদিকে ভোট হচ্ছে শুধু কলকাতা পুরসভায়। তাই পুরুষ কর্মীদের দিয়েই ভোট করানো সম্ভব বলে কমিশনের ধারণা। সেকারণেই শুধুমাত্র পুরুষ ভোট কর্মীদের নিয়ে ভোট করার এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। শুধু তাই করোনা পরিস্থিতির কারণে এই প্রথম কলকাতা পুরসভার সব ওয়ার্ডের ভোটগণনা হবে একই ছাদের তলায়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এতদিন কলকাতা পুরভোটে বরো পিছু গণনাকেন্দ্র তৈরি করা হত। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে সেই নিয়মে বদল হচ্ছে। একটি মাত্র গণনাকেন্দ্রে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের ভোটগণনা হবে।

আরও পড়ুন-Bappaditya Dasgupta: বাপ্পাদিত্য দাশগুপ্তর সমর্থনে দেওয়াল লিখনে পার্থ চট্টোপাধ্যায় 

এবার কলকাতার পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোটকর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ভোট পরিচালনার কাজে যে সংখ্যক কর্মী দরকার তার থেকে বাড়তি ৩০ শতাংশ কর্মী ধরে এই সংখ্যা স্থির করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ভোটকর্মী হিসাবে নিয়োগ করা হবে।
শুধুমাত্র কলকাতা নয়, বাইরের জেলা থেকেও থাকবেন ভোটকর্মীরা। সোমবার কোভিড প্রোটোকল নিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেই বৈঠকে করোনা বিধি নিয়ে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Latest article