কাঁকসার এক ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু শ্রমিকের

Must read

সংবাদদাতা, কাঁকসা : কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের (worker)। গুরুতর আহত আরও দুই শ্রমিক। আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি-সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য তাঁদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার কথা, তার কোনও কিছুই নেই। এমনকী কারখানায় কাজ করার জন্য তাঁদের কোনওরকম পরিচয়পত্রও দেওয়া হয়নি। কাঁকসার বাঁশকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে যায়। উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের (worker) উপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান দুর্গাপুরের সাগরভাঙার বাসিন্দা সনীশকুমার যাদব (২৮)।
সোমবার সকাল থেকেই কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে।

আরও পড়ুন-পুরুলিয়ায় রেললাইনে তিন নারীদেহ ঘিরে চাঞ্চল্য

Latest article