প্রতিবেদন: কী অদ্ভুত কাণ্ড বিজেপির (BJP) ওড়িশায়। একই নামের সুযোগে একজনের পদ্মশ্রী পুরস্কার নিয়ে চলে গিয়েছেন অন্য একজন। অভিযোগ অন্তত সেটাই। তারই জেরে বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। দুজনকেই নোটিশ দিয়েছে ওড়িশা হাইকোর্ট। দুজনকেই প্রামাণ্য নথি এবং প্রাসঙ্গিক প্রকাশনা-সহ সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। বিচারপতি এস কে পানিগ্রাহীর সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের যাচাই প্রক্রিয়া সত্ত্বেও অভিন্ন নামের কারণে এমন একটি বিভ্রান্তি দেখা দিয়েছে যা পুরস্কার নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই দাঁড় করিয়ে দিয়েছে গভীর উদ্বেগের মুখে।
আরও পড়ুন-দিল্লির মুখ্যমন্ত্রী কে? তীব্র লড়াইয়ে বিজেপি-আরএসএস
২০২৩ সালের পদ্মশ্রী পুরস্কার নিয়েই এই বিতর্ক। অন্তর্যামী মিশ্র নামে ওড়িয়া ভাষার এক চিকিৎসক-সাহিত্যিক হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে অভিযোগ করেছেন, তাঁরই নামের এক সাংবাদিক জালিয়াতি করে ছদ্মবেশে ওই পুরস্কার নিয়ে চলে গিয়েছেন। ২০২৩ এর পদ্মপুরস্কার ঘোষণা হয়েছিল ২৫ জানুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১০৬ জনের হাতে তুলে দিয়েছিলেন সম্মাননা। সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে পুরস্কার প্রাপকদের তালিকায় ছিল অন্তর্যামী মিশ্রর নাম। আবেদনকারী সাহিত্যিক অন্তর্যামী মিশ্রর দাবি, ওড়িয়া এবং অন্যান্য ভারতীয় ভাষায় তিনি মোট ২৯ টি বই লিখেছেন। তারই স্বীকৃতিতে তাঁকে মনোনীত করা হয়েছে পদ্মশ্রী সম্মানের জন্য। কিন্তু যে সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্যিক হিসাবে তাঁর কোনও অবদানই নেই। স্বাভাবিকভাবেই এই বিতর্ক গভীর অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রকে।