অনলাইনেই বিল্ডিং প্ল্যান রামপুরহাট পুরসভা

বিল্ডিং প্ল্যান অনুমোদনে স্বচ্ছতা আনতে রামপুরহাট পুরসভার উদ্যোগে চালু করা হল অনলাইনে বিল্ডিং প্ল্যানের ব্যবস্থা।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বিল্ডিং প্ল্যান অনুমোদনে স্বচ্ছতা আনতে রামপুরহাট পুরসভার উদ্যোগে চালু করা হল অনলাইনে বিল্ডিং প্ল্যানের ব্যবস্থা। এ ব্যাপারে অনুমোদন পাওয়া সময়সাপেক্ষ ছিল। আগে প্ল্যান জমা দিতে পুরসভা যেতে হত। পুরপ্রধান সৌমেন ওরফে টিঙ্কু ভকত বলেন, পুর ইঞ্জিনিয়ার জায়গা পরিদর্শনে যেতেন।

আরও পড়ুন-বিজেপি ছেড়ে ৩০০ পরিবার

পুরসভাকে দেখিয়ে বাড়ি করার সময় সেটা অনেক সময় মানত না। এখন মানুষকে অহেতুক সময় নষ্ট করতে হবে না। অনলাইনে সমস্ত নথি জমা দিতে হবে। যেটা সমস্ত স্টেকহোল্ডার দেখতে পাবেন। প্ল্যানে কী আছে সবাই দেখতে পাবে। পুরো ব্যাপারে স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা। সরকারি নির্দেশ আছে অনলাইন বিল্ডিং প্ল্যান অনুমোদনের। ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স অনলাইনে করে দিয়েছি। মিউটেশন অনলাইনে হবে। মানুষের সুবিধার্থে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন পরিষেবায় সরবরাহ করব। সেই মোতাবেক সফটঅয়্যার তৈরি হচ্ছে। ওটাতে অভিযোগ জানাতে পারবে। সেখানে কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার নম্বর পাওয়া যাবে। যে কোনও অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে সমাধান হবে। প্ল্যান জমা হলে এসএমএস আবেদনকারীর কাছে যাবে। অনুমোদন মিললে তাও পৌঁছে যাবে। সোমবার একজনকে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়। আট নম্বর ওয়ার্ডের অনুশ্রী দাস ঘোষের।

Latest article