রাজ্য পুলিশের তরফে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) পাওয়ার অনলাইন মাধ্যম চালু করা হল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হল। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধান নগর পুলিশ কমিশনারেট এ অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) পাওয়া যে। পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় পুরনো পদ্ধতিতে ওই সার্টিফিকেট পেতে মানুষকে হয়রানি পোহাতে হত। PCC.WB.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও এই ওয়েবসাইট থেকে সরাসরি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনলাইনে এই আবেদন করা যেতে পারে। তবে অনলাইন মাধ্যম শুরু করা হলেও পুরনো পদ্ধতিতে আবেদন করার পথও সমান্তরালভাবে খোলা থাকছে। পাসপোর্ট, ইমিগ্রেশন, বিদেশে কাজ করতে যাওয়ার মত বিভিন্ন কাজে ওই সংসাপত্র প্রয়োজন হয়। আবেদন করার ৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যেই অনলাইনে ওই সার্টিফিকেটের কপি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-ক্যাম্পাসে বন্ধ বিক্ষোভ কর্মসূচি, জানাল জেএনইউ
অনলাইন-এ PCC অ্যাপ্লিকেশন এর পদ্ধতি -PCC.WB.gov.in ওয়েব সাইট এ গিয়ে অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করলে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন পেজ আসবে। এবং অ্যাপ্লিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য ফিলাপ করার পর সাবমিট করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপি ইন্টার করার পর কতদিনের মধ্যে এই সার্টিফিকেট চাইছেন সেখানে ক্লিক করতে হবে। পেমেন্টের অপশন আসবে। ৩০০ টাকা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার এসপি অফিস এবং স্থানীয় থানার আধিকারিকরা জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনের বিষয় ।