শুরু অনলাইন রেজিস্ট্রেশন

অপরদিকে, কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাটের রেজিস্ট্রেশন শুরু হল সোমবার থেকে। আগামী ১ ডিসেম্বর অফলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

Must read

প্রতিবেদন: সোমবার থেকে শুরু হল নবম শ্রেণির অনলাইন (online) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। এর ফলে গোটা বিষয়টি আরও স্বচ্ছ ও সরলীকরণ হবে বলেই মত পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। নিয়ম অনুযায়ী, প্রতিটি স্কুল তাদের নবম শ্রেণির পড়ুয়াদের নাম পর্ষদের ওয়েবসাইটে নথিভুক্ত করবে নির্ধারিত সময়ের মধ্যে। www.wbbsedata.com পোর্টালটিতে হবে রেজিস্ট্রেশন। এক্ষেত্রে প্রতিটি স্কুলকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে পর্ষদ। ডিসেম্বরের মধ্যেই পড়ুয়ারা স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন। নিয়মবর্হিভূত ভাবে শিক্ষার্থীকে ভর্তির ঘটনা ঘটলে স্কুল এবং পড়ুয়া উভয়ের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন-অবসর? অতদূর ভাবিনি : রোহিত

প্রত্যেক পড়ুয়াকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে ১১০ টাকা। এছাড়া ফর্ম পূরণ করার সময়ে নামের আগে সম্মানজনক কোনও শব্দ ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা। অপরদিকে, কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাটের রেজিস্ট্রেশন শুরু হল সোমবার থেকে। আগামী ১ ডিসেম্বর অফলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীকে। পেতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণির জন্য তা হল ৪০ শতাংশ। স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীকে এলএলবি ডিগ্রি থাকতে হবে। পেতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। সংরক্ষিত শ্রেণির জন্য তা হল ৪৫ শতাংশ। তবে এক্ষেত্রে বয়সের কোনও সময়সীমা নেই।

Latest article