প্রতিবেদন : রাজ্য সরকারের (West Bengal Government) বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর অনলাইন নজরদারির ব্যবস্থা চালু হল। বাধ্যতামূলকভাবে মঙ্গলবার থেকে এই নজরদারি চালু করার কথা রাজ্য অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। নজরদারির কাজের জন্য ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ইউপিএমএস পোর্টাল ইতিমধ্যে চালু করা হয়েছে। অর্থ দফতর দফায় দফায় নির্দেশিকা জারি করে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ দফতর ছাড়াও কেএমডিএ এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে এই পোর্টালের আওতায় এনেছে। অর্থ দফতর জানিয়েছে, এইসব দফতর ও সংস্থার সমস্ত প্রকল্পের প্রক্রিয়া পর্ব এপ্রিল থেকে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে করতে হবে। অফলাইনে কোনও প্রকল্প গ্রহণ করা হবে না। কোনও প্রকল্পের সূচনা থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পোর্টালের মাধ্যমে নজরদারি করা হবে। এই ব্যবস্থায় প্রকল্পের দ্রুত রূপায়ণ এবং কোনও অনিয়ম হলে তা চিহ্নিত করতে সুবিধা হবে।
আরও পড়ুন-যোগী সরকারের বুলডোজার নীতিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
প্রকল্প শুরু হওয়া থেকে রূপায়ণের বিভিন্ন ধাপে প্রতি আর্থিক বছরে বরাদ্দ হওয়া অর্থের খরচের তাৎক্ষণিক তথ্য ও কাজের অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান ওই পোর্টালে মজুত থাকবে। ফলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প নজরদারির কাজে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সরকারি প্রকল্পের জন্য দফতরগুলিকে টাকা বরাদ্দ করে অর্থ দফতর। পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর অর্থ দফতর সরাসরি নজর রাখতে পারবে। কোনও প্রকল্পের কাজ ধীরগতিতে চললে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করতে পারবে অর্থ দফতর। এই পোর্টালের আওতায় এসেছে বিভিন্ন দফতরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি। উদাহরণ হিসাবে বলা যায় রাস্তা, বিল্ডিং, সেতু, বাঁধ ও পানীয় জল সরবরাহের মতো জনস্বার্থের বিষয়-সংক্রান্ত প্রকল্পগুলিকে এক সূত্রে বাঁধার চেষ্টা চলছে।