সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: মুখ থুবড়ে পড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা৷ ঢাক ঢোল পিটিয়ে শুরু করা মোদি সরকারের বহু প্রকল্পের মতোই শোচনীয় হাল হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনারও৷ এমনই খারাপ এই প্রকল্পের অবস্থা যে, দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা তাঁদের জমিতে উত্পন্ন ফসলের ক্ষতির পরে লক্ষ লক্ষ টাকা ‘ক্লেম’ করলেও ক্ষতিপূরণের অঙ্ক হিসেবে হাতে পাচ্ছেন মাত্র ১ টাকা৷
আরও পড়ুন- কমিশনের চক্রান্ত, উত্তর হাওড়ায় বিএলও বিজেপি-ঘনিষ্ঠরা
মাথার ঘাম পায়ে ফেলা ফসল নষ্টের পরে এই ক্ষতিপূরণের অঙ্ক দেখে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের হতাশা চরমে উঠছে৷ তাঁরা ভেবে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকারের ঘোষিত একটি প্রকল্পের এই হাল হয় কী করে? নির্দিষ্ট সময়ে বিমার প্রিমিয়ামের টাকা জমা দেওয়ার পরেও কৃষকদের ন্যায্য দাবি নিয়ে কেন এই তামাসা? এই প্রশ্নের কোনও উত্তর মেলেনি সরকারের শীর্ষ স্তরে কর্মরত কোনও মন্ত্রী বা আমলাদের থেকে৷
গোটা পরিস্থিতিতে সারা দেশের মত প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের কৃষকদের মধ্যেও৷ এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলের মরিয়া প্রচেষ্টায় অবশেষে মাঠে নামতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয়

