কলকাতা মেট্রো রক্ষণাবেক্ষণে ৫ বছরে মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ

গত ৫ বছরে কলকাতা মেট্রোর বিভিন্ন সম্পদ যেমন প্ল্যাটফর্ম, স্টেশন, রেলওয়ে ট্র্যাক, শেড ইত্যাদির রক্ষণাবেক্ষণের জন্য মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Must read

প্রতিবেদন: ফের বাংলাকে বঞ্চনা। নামমাত্র বরাদ্দ কলকাতা মেট্রোর জন্য। গত ৫ বছরে কলকাতা মেট্রোর বিভিন্ন সম্পদ যেমন প্ল্যাটফর্ম, স্টেশন, রেলওয়ে ট্র্যাক, শেড ইত্যাদির রক্ষণাবেক্ষণের জন্য মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন-বিদ্রোহ এবার শাসক শিবিরেই

লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান, কলকাতায় মেট্রো প্রকল্পের কাজ ১৯৭২ সালে শুরু হয়েছিল। সেই সময় থেকে এখনও পর্যন্ত মোট ৬৯ কিলোমিটার মেট্রো লাইন তৈরি করা হয়েছে। ১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত (৪২ বছরে) ২৮ কিলোমিটার মেট্রো লাইন তৈরি হয়েছিল, যার জন্য বাজেট বরাদ্দ ছিল ৫,৯৮১ কোটি টাকা। ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত (১১ বছরে) ৪১ কিলোমিটার মেট্রো লাইন তৈরি হয়েছে, যার বাজেট বরাদ্দ ছিল ২৫,৫৯৩ কোটি টাকা। বর্তমানে কলকাতায় মোট ৫৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Latest article