ক্যানবেরা, ২৯ অক্টোবর : ভাল শুরু করেও শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টি ২০ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। খেলা যখন বন্ধ হল তখন ভারতের রান ছিল ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭। এর আগেও একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল। পরে ওভার কমে ম্যাচ দাঁড়ায় ১৮ ওভার। এরপর আবার বৃষ্টি হলে প্রথম ম্যাচ বাতিল করে দিতে হয়।
আরও পড়ুন-আরও একটি নোট উদ্ধার, ৪ ভাই-বোনকে নিয়েই ছিলেন আতঙ্কে
মানুকা ওভালে সাড়ে তেরো হাজার লোক ধরে। মাত্র এই ক’টা লোক। তার মধ্যে বেশির ভাগই প্রবাসী ভারতীয়। তারা ভাগ্যবান। ফিলিপের হাতে একবার জীবন পাওয়া সূর্যকুমার যাদবের ব্যাটে তবু তারা রান দেখলেন। এশিয়া কাপে ব্যর্থতার পর তাঁকে রানে ফিরতে দেখা গেল। কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ হলে মোমেন্টাম নষ্ট হয়। প্রথমবার যখন খেলা বন্ধ হল, ঘণ্টা আধেক পর খেলা শুরু হল ওভার কমে ১৮ ওভারের ম্যাচ বলে। আবার যখন বন্ধ হল ভারত তখন ৯৭/১। ৯.৪ ওভার। আর শুরু হয়নি। তার আগে অভিষেক শর্মা (১৯) এলিসকে উইকেট দিয়ে গিয়েছেন। তাঁকে এবার বুঝতে হবে সেট হয়ে উইকেট দিয়ে আসা কাজের কথা নয়।
সূর্য এশিয়া কাপে রান পাননি। এত খারাপ ফর্মে তিনি আগে কাটাননি। দুবাইয়ে তাঁর রান না পাওয়ার কারণ বলা হচ্ছে স্লো উইকেট। এখানে বল ঠিকমতো ব্যাটে এসেছে। মানুকা ওভালে সেরকমই হয়। বল দ্রুত আসে। ভাল বাউন্স থাকে। সূর্য আরামসে নিজের স্ট্রোক নিলেন। দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা যখন বন্ধ হল সূর্য নট আউট ছিলেন ২৪ বলে ৩৯ রান করে। সঙ্গী শুভমন ততক্ষণে ২০ বলে ৩৭ রান করে ফেলেছেন।
অস্ট্রেলিয়া টসে জিতে আগে ভারতকে ব্যাট করতে দিয়েছিল। এখনকার উইকেট বরাবর ফাস্ট বোলারদের পাশে থাকে। কিন্তু তাদের বোলাররা কিছু করে ওঠার আগেই চার ওভারের মধ্যে ৩৫ রান উঠে গিয়েছিল। অভিষেক যথারীতি ঝোড়ো শুরু করেছিলেন। তবে ১৪ বলে ১৯ রান করে ফিরে গেলেন। এর মধ্যে যেমন ভাল শট নিয়েছেন, তেমনই বিপজ্জনক সময় কাটিয়েছেন উইকেটে। পাওয়ার প্লে-তে ফিল্ডাররা রিংয়ের ভিতরে থাকবে বলে সব বল চালাতে হবে এটা ঠিক নয়। অভিষেক সেই ভুলটাই করেছেন। শুভমন বরং একদিনের সিরিজের ব্যর্থতা ভুলে রান পেলেন।
আরও পড়ুন-সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর, কাল মহামিছিল
বুমরা ও হর্ষিত এই দুই জেনুইন সিমারকে নিয়ে পেস অলরাউন্ডার হিসাবে গম্ভীর পাশে রেখেছিলেন শিবম দুবেকে। সঙ্গে তিন স্পিনার অক্ষর, বরুণ ও কুলদীপ। যার অর্থ পাঁচ বোলারের সঙ্গে শিবম। যে উইকেটে পেসারদের সাহায্য পাওয়ার ইতিহাস আছে সেখানে এই কম্বিনেশন অবাক করার মতো। একজন স্পিনার কম নিয়ে অর্শদীপকে খেলানো যেত কিনা সেটা জারুরি প্রশ্ন। কিন্তু বৃষ্টি যেভাবে খেলা মাটি করেছে তাতে এইসব আলোচনা এখন অর্থহীন। ভারতের পরের ম্যাচ শুক্রবার, মেলবোর্নে।

