প্রতিবেদন : একুশে জুলাই, তৃণমূলের (Trinamool) শহিদ সমাবেশকে কেন্দ্র করে যেসব পোস্টার-ব্যানার হবে, তাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখই থাকবে। শনিবার ভবানীপুরে (Bhowanipur) প্রস্তুতি বৈঠকে শেষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন।
আরও পড়ুন-একশৃঙ্গ গন্ডারের প্রজনন, বিশেষজ্ঞ-শরণে রাজ্য
তিনি বলেন, পোস্টারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না। তার কারণ তিনি নিজেই অনুরোধ করে জানিয়েছেন, যেহেতু একুশ জুলাইয়ের কর্মসূচিতে তিনি ছিলেন না তাই শহিদ সমাবেশের পোস্টার-ব্যানারে তাঁর ছবি যেন না রাখা হয়। সুদীপের সংযোজন, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকেই সমাবেশের পোস্টারের ছবি ও ডিজাইন দেওয়া শুরু হয়েছে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে।