যাঁরা আইন মেনে চলেন শুধুমাত্র তাঁরাই মৌলিক অধিকারের সুবিধা পাবেন, জানাল শীর্ষ আদালত

আবেদনকারীর দাবি ছিল, এই আইন তাঁর মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। সেই মামলার শুনানিতেই এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।

Must read

প্রতিবেদন : যাঁরা আইন মেনে চলেন, আইনি ব্যবস্থাকে শ্রদ্ধা করেন, একমাত্র তাঁদের জন্যই মৌলিক অধিকার আইনি ঢাল হতে পারে। কিন্তু যাঁরা আইন মেনে চলেন না, মৌলিক অধিকারের দোহাই দিয়ে তাঁরা বাঁচতে পারবেন না। স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইদানীং সোশ্যাল মিডিয়ায় প্রায়শই আপত্তিকর ও অশালীন পোস্ট করা হয়ে থাকে।

আরও পড়ুন-ঘুঘুর ফাঁদ দেখতে চাইলে আসুন সাঁওতাল সংগ্রহশালায়

বাকস্বাধীনতার অধিকারের আড়ালে পোস্টকারীরা বাঁচার চেষ্টা করেন। এ বিষয়টিকে সামনে রেখেই শীর্ষ আদালত এই কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ বলেছে, কোনও ব্যক্তি যদি নিজে আইন মেনে না চলেন, আইনি প্রক্রিয়ার প্রতি অনুগত না হন তবে সংশ্লিষ্ট ব্যক্তি কখনওই ন্যায্যভাবে মৌলিক অধিকারের দাবি করতে পারবেন না।

আরও পড়ুন-খোলের বোলে দুয়ারে সরকার

এ প্রসঙ্গে বিচারপতি মহেশ্বরী বলেন, যে ব্যক্তিকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তি যদি ধরাছোঁয়ার বাইরে থাকেন এবং তদন্তে সহযোগিতা না করেন তবে তাঁকে কখনওই ছাড় দেওয়া যাবে না। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের অপরাধ বিরোধী আইন এমকোকাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, এই আইন তাঁর মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। সেই মামলার শুনানিতেই এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।

Latest article