গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধের মধ্যে, ইজরায়েলে (Israel) আটকে পড়েছে বেশ কিছু ভারতীয় নাগরিক। তাদের ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিল ভারত সরকার। বুধবার (১১ অক্টোবর), ‘অপারেশন অজয়’ (Operation Ajay) শুরু করল ভারত। এক্সে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, ‘ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং আরো কিছু ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন-ফের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ
ভারত সরকার আগেই জানিয়েছিল, ইজরায়েলে খুব কম করে হলেও ১৮,০০০ ভারতীয় থাকেন। তাদের অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন। সেই অবস্থায় শুরু হল অপারেশন অজয়। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরতে চেয়ে অনেকে দূতাবাসে আবেদন করেছেন। ইতিমধ্যে নাম নিবনদ্ধের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। প্রথম যে ভারতীয় নাগরিকরা ইজরায়েল থেকে ফিরে আসতে চেয়ে নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের অপারেশন অজয় এর কথা জানানো হয়েছে। আজ একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইছেন তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।