শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় (Kupwara) খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে সেনা সূত্রে জানা গেছে।এই দু’জন ছাড়াও অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানতে ‘অপারেশন পিম্পল’ (Operation Pimple) চলছে।
আরও পড়ুন- শ্যামসুন্দরের নৌবিহার, কদমা বড় আকর্ষণ সম্প্রীতির রাসে
অপারেশন সিন্দুরের পর থেকে প্রায় প্রতিদিন ই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিরা সন্দেহজনক গতিবিধি বাড়াচ্ছে। সজাগ রয়েছে ভারতীয় সেনা। চিনার কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখা হয়েছে, ‘৭ নভেম্বর ২০২৫ তারিখে, অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারার (Kupwara) কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করা হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনা। সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালায় সেনার উপর। পালটা গুলি চালিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে।’

