অপারেশন সিঁদুর : কেবিসিতে পিআর স্টান্টের অভিযোগ

‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

Must read

প্রতিবেদন: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক লাভের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করছে। কৌন বনেগা ক্রোড়পতি-র ১৭তম সিজনের স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে সঞ্চালক অমিতাভ বচ্চন ভারতীয় সশস্ত্র বাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন-ট্রাম্পের শুল্কনীতি ও কেন্দ্রের উদাসীনতা ১৩ হাজার কোটি ক্ষতির মুখে রপ্তানি

চ্যানেলের প্রকাশিত একটি প্রোমোতে দেখা যায়, অমিতাভ বচ্চন কর্নেল সোফিয়া কুরেশি (ভারতীয় সেনাবাহিনী), উইং কমান্ডার ব্যোমিকা সিং (ভারতীয় বিমান বাহিনী) এবং কমান্ডার প্রেরণা দেওস্থলিকে (ভারতীয় নৌবাহিনী) স্বাগত জানাচ্ছেন। বিশেষ এই পর্বে তাঁরা পহেলগাঁও জঙ্গি হামলার পর পাক-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরবেন। তবে একটি বেসরকারি বিনোদনমূলক অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে। অনেক নেটিজেন এটিকে ‘পিআর স্টান্ট’ এবং ‘রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন। কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং ওই অভিযান চলাকালীন প্রেস ব্রিফিং করেছিলেন। এই পর্বটি ১৫ আগস্ট সম্প্রচারিত হবে। নেটিজেনদের একাংশ এই কর্মসূচির সমালোচনায় লিখেছেন, অবিশ্বাস্য! অপারেশন সিঁদুরের নায়করা একটি জাতীয় টিভি শো কেবিসি-তে এসেছেন। এটি কি একটি ‘জাতীয়তাবাদী’ দল কিছু ভোট পেতে চায় বলে? আরেকজন ব্যবহারকারী বলেন, কোনও গুরুত্বপূর্ণ দেশে কোনো সামরিক অভিযানের পর এমন কিছু কি দেখেছেন? কর্মরত অবস্থায় কারও জন্য এটা কীভাবে অনুমোদিত হয়? বর্তমান সরকার নির্লজ্জভাবে আমাদের বাহিনীকে তাদের তুচ্ছ রাজনীতি এবং অতি- জাতীয়তাবাদের জন্য ব্যবহার করছে। আরেক নেটিজেন লেখেন, আমাদের সেনাবাহিনী ছিল পবিত্র, রাজনীতির ঊর্ধ্বে এবং পিআর-এর বাইরে। আজ মোদি সরকার কেবিসি-র মতো শো-তে কর্মরত সেনাদের নিয়ে এসে নিজেদের ভাবমূর্তি তৈরি করছে। এমনকি আমাদের সেনাবাহিনীকেও মোদির পিআর-এর জন্য রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। আমাদের বাহিনী দেশকে রক্ষা করার জন্য, কোনো রাজনীতিবিদের ব্র্যান্ডের জন্য নয়। এক ব্যবহারকারী আরও প্রশ্ন তোলেন, সশস্ত্র বাহিনীর প্রোটোকল অনুযায়ী কি কেবিসি-এর মতো রিয়েলিটি শো-তে কর্মকর্তাদের পাঠানো অনুমোদিত? ভারতীয় সশস্ত্র বাহিনীর কিছু প্রোটোকল, কিছু মর্যাদা এবং বিশাল সম্মান আছে। রাজনীতিবিদরা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য এটি নষ্ট করছেন। এটা লজ্জাজনক।

Latest article