গণতন্ত্রের মন্দিরের গরিমা নষ্ট করলেন বিরোধীরা

বিজেপি বিধায়করা যেভাবে বিধানসভার ভিতরেই দলবেঁধে মহিলাদের উপর চড়াও হয়েছেন, তাতে হতবাক রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Must read

প্রতিবেদন : বিজেপি বিধায়করা যেভাবে বিধানসভার ভিতরেই দলবেঁধে মহিলাদের উপর চড়াও হয়েছেন, তাতে হতবাক রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিধানসভা হল রাজ্যের গণতন্ত্রের মন্দির। বিজেপি বিধায়করা এদিন সেই মন্দিরের গরিমা নষ্ট করেছেন। বিরোধীরা বিধানসভার মহিলা কর্মীদের চরম অসম্মান করেছেন। ধেয়ে এসেছেন শাসকদলের মহিলা বিধায়কদের দিকেও। চন্দ্রিমার সুস্পষ্ট অভিযোগ, গোটা ঘটনায় প্ররোচনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-বিজেপির তাণ্ডবে রেহাই পেলেন না মহিলা কর্মীরা

বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, বিরোধী দলের নেতারা প্রায়শই মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলেন। অভিযোগ করেন, বাংলায় নাকি মহিলাদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে ভূরিভূরি অভিযোগও করে থাকেন। কিন্তু, বিধানসভায় তাঁরাই মহিলা কর্মী ও মহিলা বিধায়কদের সম্মানহানি করলেন। মহিলাদের উপর হামলা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। মহিলাদের দিকে তাঁরা যেভাবে ধেয়ে এসেছেন, তা ভাবা যায় না। গোটা ঘটনাটি নিয়ে সরব পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

আরও পড়ুন-কালো দিন বিধানসভা রক্তাক্ত, নাকে রক্তক্ষরণ নিয়ে পিজিতে ভর্তি অসিত

বিধানসভায় বিজেপির বেনজির তাণ্ডবের পরে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। দীর্ঘদিনের বিধায়ক ফিরহাদের কথায়, এইরকম গুন্ডামি করা বিরোধী দলনেতা রাজ্যে আগে কোনওদিন দেখা যায়নি। আমাদের দলের বিরোধী নেতাও ছিলেন। তিনি তথ্য-পরিসংখ্যান দিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করতেন। বিধানসভা অনেক বিরোধী নেতাই দেখেছে। তবে এরকম অরাজকতা সৃষ্টিকারী বিরোধী দলনেতা কোনওদিনই দেখেনি। বাংলার সংসদীয় রাজনীতিকে হত্যা করা হয়েছে।

Latest article