নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের লাগাতার ধরনা অবস্থান চালু। রিলে ধরনায় ঐক্যবদ্ধ বিরোধী শিবির। যে জায়গায় ৮ বছর আগে প্রথমবার মাথা নত করে সংসদ ভবনে পা রেখেছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি, সেখানেই তাঁর সরকারের অনমনীয় এবং অসহযোগিতাপূর্ণ আচরণের বিরুদ্ধে বিরোধীরা একযোগে ধরনায় বসেছে।
আরও পড়ুন-যিনি পঞ্চায়েত সামলান, তিনি কৃষিকাজও করেন
রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি, তাই সাংসদরা গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরে এসে সংসদ ভবনের এক নম্বর গেটের কাছে ধরনায় বসেছেন। বিরোধীদের অভিযোগ, মাথা নত করে সংসদ ভবনে একদিন পা রাখলেও, সংসদের গরিমা ক্রমাগত ক্ষুণ্ণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের এই ধরনা মঞ্চে প্রথমদিকে না এলেও বুধবার রাতে যোগ দিয়েছিলেন কংগ্রেসের চারজন সাসপেন্ড হওয়া সাংসদ। বৃহস্পতিবারও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় আপের দু’জন এবং নির্দলের একজন সাংসদকে। বিরোধীদের অভিযোগ, সাসপেন্ড করে সংসদকে বিরোধী শূন্য করে দিয়ে আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে মোদি সরকার।
আরও পড়ুন-শ্রদ্ধায় শেষবিদায় প্রয়াত চিকিৎসককে
সকাল ৬টায় ধরনাস্থলে চা–বিস্কুট নিয়ে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। তৃণমূল সাংসদ দোলা সেন এবং সঞ্জয় সিং ৫০ ঘণ্টার ধরনাস্থল থেকে এখনও পর্যন্ত একবারও জায়গা ছাড়েননি। সমাজবাদী পার্টির জয়া বচ্চন, কেরল কংগ্রেস, আরজেডির মনোজ ঝা, শিবসেনার সঞ্জয় রাউত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থনের জন্য যোগ দেন রিলে ধরনায়। এদিকে, বৃহস্পতিবারও মূল্যবৃদ্ধি, জিএসটি নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয় সংসদের উভয়কক্ষ। দফায় দফায় মুলতুবি হয়।