তৃণমূলের পথেই প্রতিবাদ বিরোধীদের

বিজেপি এবং আরএসএস-কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোটে কারচুপি করতে চাইছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন : ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের কারচুপির বিরুদ্ধে সারা দেশের মধ্যে সবার আগে সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল নেত্রীর দেখানো পথই বেছে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কয়েকমাসের মধ্যেই বিহারের বিধানসভার ভোট। তার আগে বুধবার পাটনায় দাঁড়িয়ে ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধী।

আরও পড়ুন-তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি, ধৃত ভিলেজ পুলিশ-সহ চার

বিজেপি এবং আরএসএস-কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোটে কারচুপি করতে চাইছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায় লোকসভার ভোটের পর থেকে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। তা ভোটের ফলাফলেই স্পষ্ট, দাবি করেন রাহুল। এর পরেই বিজেপিকে নিশানা করে মহারাষ্ট্রে, হরিয়ানায় নির্বাচন ভোট চুরির অভিযোগ তোলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে মহারাষ্ট্রের ভোটার তালিকায় প্রায় এক কোটি নতুন নাম যোগ হয়েছে এবং ১০ শতাংশ বেশি ভোট পড়েছে। বিহারেও সেই একই কাজ চলছে। তাৎপর্যপূর্ণ হল, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার করে আগেই এই অভিযোগ তোলা হয়েছে।

Latest article