জাতীয়

সমীক্ষায় এগিয়ে বিরোধীরা বিহারে মহাচাপে বিজেপি

প্রতিবেদন : আদৌ কতটা যুক্তিসঙ্গত নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেন্সিভ রিভিউ তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ দেশের শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দেশের সব বিরোধী দল একজোট হয়ে প্রতিবাদ করেছে বিহারে এসআইআর-এর। তা নিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে অনেক ভালভাবে সক্ষম হয়েছে বিরোধী দলগুলি। উল্টোদিকে নির্বাচন কমিশনের পক্ষে বলার কেউ নেই বিহারে। এতদিনে সেই কথা বুঝতে পেরে এবার তড়িঘড়ি মাঠে নামা শুরু বিজেপি কর্মকর্তাদের। বিহারে নির্বাচনের প্রাথমিক লড়াইয়ে বিজেপি জোটকে পিছনে ফেলে যে এগিয়ে গিয়েছে বিরোধীরা, তা বুঝেই কর্মী-নেতাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-‘শের’-এর উদ্যোগে বাঘ দিবস

বিহারে যে প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তাতে প্রমাণিত, বেছে বেছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই বিজেপির চক্রান্তে কাজ করছে নির্বাচন কমিশন। আর সেই বার্তা বিরোধী সব দলই বিহার নির্বাচনের আগে দলীয় ইস্যু হিসাবে জনতার সামনে তুলে ধরছে। তারা সাধারণ মানুষের কাছে প্রচারে এসআইআর নিয়ে সতর্ক করেছে। সেইসঙ্গে নিজেদের বুথস্তরের বিএলএ নির্বাচন করে তালিকা সংশোধনের কাজ করেছে। কমিশনের উপর নির্ভর না করে পরিবর্তিত ও পরিবর্ধিত ভোটার তালিকা তৈরির কাজ বিরোধী দলগুলি চালিয়েছে এই কয়েকমাস ধরে।
আর এই পরিস্থিতিতে বিহারের বিজেপি কর্মীরা কার্যত দিশাহীন। একাংশের নেতাদের দাবি, বিহারে হঠাৎ এসআইআর শুরু করে দেওয়া সম্পর্কে কোনও ধারণাই ছিল না জেলাস্তরের নেতাদের। আর ততদিনে বিরোধীরা তালিকা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ফলে দেরিতে মাঠে নামার প্রস্তুতি বিহার বিজেপির। রবিবার ২৬ জেলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করে শীর্ষ নেতৃত্ব। তাঁদের দায়িত্ব দেওয়া হয় জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিরোধীদের দাবির উল্টো বোঝাতে।

আরও পড়ুন-সুশৃঙ্খল মহরম, পুরস্কৃত করল প্রশাসন

নির্বাচন কমিশনের দাবি, এ-পর্যন্ত বিহারের ৭.৮৯ কোটি বাসিন্দার মধ্যে ৬.৬ কোটি বাসিন্দা এই ফর্ম ফিলাপ করেছে। কিন্তু আসল গল্প সেই ফর্মেই। দেখা গেছে, ফর্মে ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে কোনও বাসস্থানের প্রামাণ্য নথি ছাড়াই জমা হয়েছে। কমিশন যে ১১টি বস্তুকে বাসস্থানের নথি হিসাবে উল্লেখ করে দিয়েছিল, ভোটাররা তা দিতে পারেননি অথবা দেননি। এবার বিরোধীদের এই নথি নিয়ে প্রশ্ন তোলার পর সাধারণ মানুষের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। তা যদি হয়, তাহলে বলতেই হবে কমিশনের সমর্থনে প্রচারে বিহারে পিছিয়ে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago