পাটনা : যৌথ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিহারের মহাগঠবন্ধন। বিহারের সার্বিক বিকাশের লক্ষ্যে মহিলাদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ইস্তাহারে। মঙ্গলবার প্রকাশিত ইস্তাহারে বিহারবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। প্রত্যেক পরিবারকে সরকারি চাকরি, পুরনো পেনশন স্কিম চালু করা ও ৫০০ টাকার সিলিন্ডার-সহ একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানিয়েছে মহাগঠবন্ধন।
আরও পড়ুন-জবিদের দাপটে ফাইনালে ডায়মন্ড
এদিন ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন মহাগঠবন্ধনের প্রথম সারির নেতারা। বুধবারই বিহারে ডাক দেওয়া হয়েছে মহাগঠবন্ধনে মেগা র্যালির। ভোটের এক সপ্তাহ আগে এই মেগা র্যালিতেই প্রচারের ঝড় তুলবে বিরোধী জোট। মূল আকর্ষণ তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী। বুধবারই বিহারের মুজফফরপুর ও দ্বারভাঙাতে যৌথ জনসভা করবেন আরজেডির নেতা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যৌথ ইস্তাহারে এবারের বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলা সশক্তিকরণে। সব বয়সের মহিলার জন্য ঢালাও প্রকল্প ঘোষণা করেছেন তেজস্বী যাদব। বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের অপশাসনের অবসান ঘটিয়ে বিরোধী জোটের মহাগঠন্ধন সরকারকে ক্ষমতায় বসানো গেলেই একমাত্র রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব, মুজফফরপুর এবং দ্বারভাঙার দুটি জনসভায় বিহারবাসীর কাছে এই কথাই তুলে ধরবেন বিরোধী জোটের দুই শীর্ষ নেতা৷

