সাকেত গোখেলের ভাষণে উচ্ছ্বসিত বিরোধী শিবির

এই ভাষণের তীব্রতা এত বেশি ছিল যে বৃহস্পতিবার সকালেও এর রেশ থেকে গিয়েছে সংসদীয় অলিন্দে৷ এদিন সাকেতের ভাষণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা বিরোধী শিবির৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: মাত্র ১২ মিনিটের একটি সংসদীয় ভাষণ৷ তাতেই ভিত নড়ে গিয়েছে মোদি সরকারের৷ অনেকেই ভাবেননি বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে সাকেত গোখেল একাই বিজেপি এবং মোদি সরকারকে ‘ক্লিন বোল্ড’ করে দেবেন৷ এই ভাষণের তীব্রতা এত বেশি ছিল যে বৃহস্পতিবার সকালেও এর রেশ থেকে গিয়েছে সংসদীয় অলিন্দে৷ এদিন সাকেতের ভাষণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা বিরোধী শিবির৷ বৃহস্পতিবার সাকেত গোখেল রাজ্যসভায় ঢোকা মাত্রই তাঁকে জড়িয়ে ধরেন আপ-র সংসদীয় নেতা সঞ্জয় সিং এবং প্রবীণ কংগ্রেস সাংসদ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং৷ পিছিয়ে ছিলেন না শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও৷ সাকেতকে দেখে দূর থেকে ছুটে এসে তিনি তাঁকে অভিনন্দন জানান এবং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘিনী আর আপনি হলেন বাঘের বাচ্চা৷ সাকেতের ভাষণের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে শিবসেনা(উদ্ধব) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর গলাতে৷ তাঁর দাবি, সাকেত গোখলে যেভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে, সেই ধাক্কা সামাল দিতে তাঁর একদিন সময় লাগবে৷ এই জন্যই বৃহষ্পতিবার লোকসভা ও রাজ্যসভায় কার্যত কোনও কাজই হয়নি৷ সমাজবাদী পার্টির সংসদীয় দলের নেতা অধ্যাপক রামগোপাল যাদবও সাকেত গোখলের ভাষণের প্রশংসা করে বলেন, সাবাস সাকেত সাবাস৷ বহত আচ্ছা ভাষণ দিয়া আপনে৷ আইইউএমএল সাংসদ আব্দুল ওয়াহাব বলেন, সাকেত দুরন্ত ভাষণ দিয়েছেন৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হল লড়াকু যোদ্ধাদের দল৷

আরও পড়ুন-ভোটার তালিকায় মৃতও, ১২০০ জন ভুতুড়ে ভোটার

উল্লেখ্য, সাকেত গোখলে তাঁর ভাষণে বুধবার যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে তার মধ্যেই নৈতিক জয় দেখতে পাচ্ছে বিরোধী শিবির৷ সাকেত গোখলে রাজ্যসভায় বসে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সরাসরি নিশানা করে বুধবার বলেছিলেন, আমি ভাষণ শুরুই করলাম না, তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রী আপনি ভয় পেয়ে গেলেন? এখানেই না থেমে তিনি সরাসরি অমিত শাহকে বলেন, আপনিও সবরমতী জেলে বন্দি ছিলেন, আমিও সেই জেলেই বন্দি ছিলাম৷ এই কটাক্ষেই গায়ে ফোস্কা পড়েছে ট্রেজারি বেঞ্চের৷ এর পরে সাকেত বলেন, আমি একজন সাংসদ, আপনিও সাংসদ৷ আমি কাউকে ভয় পাই না৷ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক৷ ট্রেজারি বেঞ্চ চিত্‍কার শুরু করার আগেই সাকেত ফের তোপ দেগে বলেন, আপনি তো তারিপার (ঘর থেকে বিতাড়িত)! সাকেত গোখলের ভাষণের ধাক্কা সামাল দিতে হিমসিম খাচ্ছে বিজেপি ও অমিত শাহ৷ সেই কারণেই বৃহস্পতিবার ভন্ডুল করা হয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন, বৃহষ্পতিবার দিল্লিতে সাফ জানান তৃণমূল সাংসদ দোলা সেন৷ ঘটনাচক্রে বৃহষ্পতিবার সংসদীয় পরিসরে দেখা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রীকে।

Latest article