বিরোধীদের অস্তিত্বই নেই বহরমপুর এবার তৃণমূলের

এলাকার মানুষ জানাচ্ছেন তৃণমূলের প্রতিদ্বন্দ্বী নেই। ফলে সমস্ত পুরসভায় সব আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশা করছেন তিনি।

Must read

সংবাদদাতা, বহরমপুর : বহরমপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস গোয়ালার পক্ষে ভোটপ্রচার শুরু করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা। সোমবার এস এন বাগচী রোড-সহ বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করেন সুব্রত। রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা মইনুল হাসান, হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ এবং বর্ষীয়ান নেতা উৎপল পাল, অরিত মজুমদার-সহ একাধিক নেতা-কর্মীকে নিয়ে প্রচার সারলেন মন্ত্রী।

আরও পড়ুন-সাংসদকে কাছে পেয়ে উদ্দীপ্ত ভোটাররা, প্রার্থীরাও, দুই জেলায় প্রচার-ঝড় শতাব্দীর

সুব্রত বলেন, এলাকার মানুষ উন্নয়নের শরিক হয়েছেন। ফলে সাড়া পাওয়া যাচ্ছে ভোটারদের মধ্যে। ২৮টি ওয়ার্ডের মধ্যে সবগুলোতেই জয়ী হবে তৃণমূল বলে তিনি আশাবাদী। রাজ্য কমিটির সহ-সভাপতি মইনুল হাসান বলেন, ২০১৩ সালে বহরমপুরে দুটি মাত্র আসন তৃণমূল পেলেও গত কয়েক বছরে অনেক শক্তিবৃদ্ধি করেছে। তবুও আত্মতুষ্টিতে ভুগছে না দল। এলাকার মানুষ জানাচ্ছেন তৃণমূলের প্রতিদ্বন্দ্বী নেই। ফলে সমস্ত পুরসভায় সব আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশা করছেন তিনি।

Latest article