সংবাদবাতা, সন্দেশখালি : বিরোধীরা প্রার্থী দিতে না পারায় সন্দেশখালি বিধানসভা এলাকায় বিপুল জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। শেখ শাহজাহানের নেতৃত্বে ১৬টি গ্রাম পঞ্চায়েত, ২টি পঞ্চায়েত সমিতির সহ জেলা পরিষদের ২টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। ফলে খুশির হাওয়া সন্দেশখালি জুড়ে।
আরও পড়ুন-হেলথ সেন্টার গড়ল পুরসভা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর উন্নয়ন অব্যাহত। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মজবুত তৃণমূল কংগ্রেস। কর্মীদের মনোবল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেল সন্দেশখালিতে। সন্দেশখালি ১ ও সন্দেশখালি ২ এই দুটি ব্লক নিয়েই গঠিত সন্দেশখালি বিধানসভা। দুটি ব্লকের ৮টি করে গ্রাম পঞ্চায়েতের নিয়ে মোট ১৬টি গ্রাম পঞ্চায়েতের আছে। এই ১৬টি গ্রাম পঞ্চায়েতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। পাশাপাশি দুটি পঞ্চায়েত সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। দুটি ব্লকে ৩টি করে ৬টি জেলা পরিষদের আসন আছে। তার মধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৩টি আসনের মধ্যে ২টি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন
পরিসংখ্যান অনুযায়ী সন্দেশখালি বিধানসভা এলাকায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৩৪৭টি আসন আছে। তার মধ্যে ৩২৩টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। মাত্র ২৪টি আসনে ভোট হবে। এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের এবারের প্রার্থী শেখ শাহজাহান বলেন, সিপিএম ও বিজেপি এখানে একজোট হয়ে ভোটে লড়ছে। তা সত্ত্বেও ওরা প্রার্থী খুঁজে পায়নি। বাইরের থেকে প্রার্থী নিয়ে এসেছে। কোথাও আবার একই পরিবারের ৩-৪ জন ভোটে প্রার্থী হয়েছে।
আরও পড়ুন-নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন ও প্রকল্প চালু করেছেন তাতে প্রত্যন্ত এলাকার মানুষ খুশি। তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগে সরকারি সাহায্য যেভাবে এখানকার তৃণমূল কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌছে দেয় তার জন্যই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে কেউ প্রার্থী হতে চায়নি।