স্পিকারের চা-চক্র বয়কট করল তৃণমূলসহ বিরোধীরা

Must read

প্রতিবেদন : বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে (babasaheb ambedkar) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এই দাবি থেকে সরছে না বিরোধী শিবির৷ এই মর্মে শুধু সংসদ পরিসরে এবং সংসদের ভিতরে প্রতিবাদ জানিয়ে থেমে না গিয়ে এবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করলেন বিরোধী শিবিরের সংসদীয় নেতারা৷ লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদীয় প্রথামাফিক শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরে চায়ের আসরে নিমন্ত্রণ করেন বিরোধী শিবিরের সংসদীয় নেতাদের৷ স্পিকারের ডাকা এই চায়ের আসর বয়কট করেছে বিরোধী শিবির৷ তৃণমূল-সহ সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আরজেডি, কংগ্রেস বিরোধী শিবিরের কোনও সংসদীয় নেতাই লোকসভার স্পিকারের ডাকা চায়ের আসনে উপস্থিত হননি৷ এর ফলে সরকারের কাছে একটি বার্তা দেওয়া হল বলে দাবি জানানো হয়েছে বিরোধী শিবির সূত্রে৷

আরও পড়ুন- গ্রাম থেকে শহর, ২৩ ডিসেম্বর দুপুরে বাংলা জুড়ে ধিক্কার-মিছিল

শুক্রবার কার্যত নিষ্ফলাভাবেই দাঁড়ি পড়ে গেছে সংসদের শীতকালীন অধিবেশনে৷ এদিন লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হওয়ার আগেই প্রথমে বিজয়চক ও পরে সংসদীয় পরিসর— দু জায়গাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী শিবিরের সাংসদেরা৷ তাঁদের হাতে ছিল ‘আই অ্যাম আম্বেদকর’ লেখা পোস্টার৷ সংসদ পরিসরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে আলাদা করে বিক্ষোভ-প্রদর্শন করেন তৃণমূল সাংসদেরা৷ লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদে ‘জয় ভীম-জয় জয় ভীম’ স্লোগান দেন তৃণমূল সাংসদেরা৷ এর পরে অধিবেশন শুরু হওয়ামাত্রই লোকসভা ও রাজ্যসভায় প্রবল হই-হট্টগোল শুরু হয়৷ সংবিধান রচয়িতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে (babasaheb ambedkar) কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করার জেরে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, দাবি তুলে প্রতিবাদে সোচ্চার হন বিরোধী শিবিরের সাংসদেরা৷ তাঁদের প্রতিবাদ থামানো সম্ভব নয় বুঝেই সরকারের তরফে প্রথমে লোকসভা ও কিছুক্ষণ পরে রাজ্যসভার অধিবেশনে দাঁড়ি টেনে দেওয়া হয়৷ এর পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা প্রসঙ্গে নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিরোধী শিবির৷

Latest article