প্রতিবেদন : বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে (babasaheb ambedkar) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এই দাবি থেকে সরছে না বিরোধী শিবির৷ এই মর্মে শুধু সংসদ পরিসরে এবং সংসদের ভিতরে প্রতিবাদ জানিয়ে থেমে না গিয়ে এবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করলেন বিরোধী শিবিরের সংসদীয় নেতারা৷ লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদীয় প্রথামাফিক শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরে চায়ের আসরে নিমন্ত্রণ করেন বিরোধী শিবিরের সংসদীয় নেতাদের৷ স্পিকারের ডাকা এই চায়ের আসর বয়কট করেছে বিরোধী শিবির৷ তৃণমূল-সহ সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আরজেডি, কংগ্রেস বিরোধী শিবিরের কোনও সংসদীয় নেতাই লোকসভার স্পিকারের ডাকা চায়ের আসনে উপস্থিত হননি৷ এর ফলে সরকারের কাছে একটি বার্তা দেওয়া হল বলে দাবি জানানো হয়েছে বিরোধী শিবির সূত্রে৷
আরও পড়ুন- গ্রাম থেকে শহর, ২৩ ডিসেম্বর দুপুরে বাংলা জুড়ে ধিক্কার-মিছিল
শুক্রবার কার্যত নিষ্ফলাভাবেই দাঁড়ি পড়ে গেছে সংসদের শীতকালীন অধিবেশনে৷ এদিন লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হওয়ার আগেই প্রথমে বিজয়চক ও পরে সংসদীয় পরিসর— দু জায়গাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী শিবিরের সাংসদেরা৷ তাঁদের হাতে ছিল ‘আই অ্যাম আম্বেদকর’ লেখা পোস্টার৷ সংসদ পরিসরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে আলাদা করে বিক্ষোভ-প্রদর্শন করেন তৃণমূল সাংসদেরা৷ লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদে ‘জয় ভীম-জয় জয় ভীম’ স্লোগান দেন তৃণমূল সাংসদেরা৷ এর পরে অধিবেশন শুরু হওয়ামাত্রই লোকসভা ও রাজ্যসভায় প্রবল হই-হট্টগোল শুরু হয়৷ সংবিধান রচয়িতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে (babasaheb ambedkar) কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করার জেরে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, দাবি তুলে প্রতিবাদে সোচ্চার হন বিরোধী শিবিরের সাংসদেরা৷ তাঁদের প্রতিবাদ থামানো সম্ভব নয় বুঝেই সরকারের তরফে প্রথমে লোকসভা ও কিছুক্ষণ পরে রাজ্যসভার অধিবেশনে দাঁড়ি টেনে দেওয়া হয়৷ এর পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা প্রসঙ্গে নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিরোধী শিবির৷
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…