প্রতিবেদন : রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) নির্লজ্জ পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধী শিবিরের নিয়ে আসা অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে, পদ্ধতিগত ত্রুটির কারণে৷ এর পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, আমাদের অবস্থানে কোনও পরিবর্তন হচ্ছে না৷ নতুন বছরে সংসদের বাজেট অধিবেশনেই আরও একবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হবে৷ এই প্রসঙ্গে বিরোধী শিবিরের সব ক’টি দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কথা হয়েছে৷ সবাই তৃণমূলের দেখানো পথে হেঁটে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাজেট অধিবেশনে ফের অনাস্থা প্রস্তাব আনার পক্ষেই সায় দিয়েছেন বলে বৃহস্পতিবার জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন৷
আরও পড়ুন- রেকর্ড গড়ল দেশের বাণিজ্য ঘাটতি, নভেম্বরের হিসাবে ৩৭.৮ বিলিয়ন ডলার
এ-সবের মাঝেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দেখানো পথে হেঁটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নিয়ে এসেছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে৷ এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই শেষে কংগ্রেসকে হাঁটতে হয়েছে৷ মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ এর পরেই প্রতিবাদে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নিশানা করেন তিনি৷ তাঁরই দেখানো পথে হেঁটে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় রুল ১৮৭-র ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নোটিস পেশ করেন, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে৷ সূত্রের দাবি, এই চিঠির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষণের সংসদ টিভিতে সম্প্রচারিত ভিডিও ক্লিপের প্রতিলিপিও সংযুক্ত করেছেন ডেরেক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেছেন তাঁর ভাষণ বিকৃত করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি পুরোপুরি মিথ্যে, তা সংসদ টিভির ভিডিও ক্লিপ দেখলেই সামনে আসবে, বৃহস্পতিবার দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷