নিট-কেলেঙ্কারি, সংসদে ঝড় তুলল তৃণমূল-সহ বিরোধীরা

Must read

প্রতিবেদন : শুধু রক্ষণাত্মক নয়, নিট কেলেঙ্কারি (NEET Scam) বেআব্রু হয়ে পড়ায় বিজেপি এবং কেন্দ্রের শাসকজোট এনডিএ যে রীতিমতো ভীত হয়ে পড়েছে তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার সংসদের অধিবেশনেই। নিট নিয়ে রাজ্যসভা এবং লোকসভায় তুমুল ঝড় তুলতে রীতিমতো প্রস্তুত হয়েই এসেছিলেন তৃণমূল-সহ বিরোধী সাংসদরা। কিন্তু সরকারকে নাস্তানাবুদ করা হবে এই ভয়ে সংসদে নিট-দুর্নীতি নিয়ে আলোচনা করতেই দেওয়া হল না বিরোধীদের। প্রতিবাদে এদিন রীতিমতো হইচই শুরু করে দেন বিরোধীরা। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উত্তাল হয়ে ওঠে লোকসভা। রাজ্যসভাও উত্তপ্ত হয়ে ওঠে বিরোধীদের বিক্ষোভে, স্লোগানে। প্রথমে ১২টা নাগাদ কিছুক্ষণের জন্য সভা মুলতুবি রাখার পরে আবার শুরু করেও শেষপর্যন্ত লোকসভার অধিবেশন ১ জুলাই পর্যন্ত মুলতবি করে দিয়ে কোনওরকমে এদিনের মতো ইন্ডিয়া জোটের আক্রমণ ঠেকালেন অধ্যক্ষ ওম বিড়লা। একই ছবি রাজ্যসভাতেও। এখানে নিট নিয়ে প্রস্তাব উত্থাপন করতে চান কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু তিনিও বাধা পান।

আরও পড়ুন-কর্নাটকে পথদুর্ঘটনা, মৃত্যু ১৩ তীর্থযাত্রীর

শুক্রবার সকালেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন হুঙ্কার দিয়েছিলেন ২৪ লক্ষ প্রতারিত পড়ুয়ার কণ্ঠস্বর লোকসভায় প্রতিধ্বনিত করবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে স্থির হয় বিরোধীদের রণকৌশল। সেই মতোই শুক্রবার সংসদের ২ কক্ষেই একাধিক বিরোধী সদস্য নিট নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন। কিন্তু লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়ে দেন, মুলতুবি প্রস্তাব গ্রহণ করা যাবে না। নিট (NEET Scam) নিয়ে আলোচনার দাবিও খারিজ করে দেন তিনি। তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় নিট ইস্যুতে বিরোধীরা বক্তব্য পেশ করতে পারেন বলে জানান লোকসভার অধ্যক্ষ। কিন্তু তাতে রাজী হয়নি বিরোধীরা।

Latest article