টোটোপাড়ায় অরেঞ্জ ট্যুরিজমের উদ্যোগ জেলা প্রশাসনের

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় পাহাড় ও পাহাড়ের পাদদেশে কমলালেবু ছাড়াও মালটা, লিচু, কাঁঠাল চাষের পক্ষে অনুকূল আবহাওয়া।

Must read

প্রতিবেদন : আলিপুরদুয়ারের টোটোপাড়া গ্রামে অরেঞ্জ ট্যুরিজম গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এই মর্মে জুলাইয়ে আলিপুরদুয়ারে প্রায় ৩৫ হাজার কমলালেবুর চারা বিলি করতে চলেছে জেলা প্রশাসন। উদ্যানপালন বিভাগের আলিপুরদুয়ার জেলা আধিকারিক জানিয়েছেন, জুন-জুলাই মাসে আলিপুরদুয়ার জেলায় প্রায় ২ লক্ষ ফলের চারা চাষিদের বিলি করা হবে। এর মধ্যে ৩৫ হাজার কমলালেবুর চারা দেওয়া হবে। টোটোপাড়া গ্রামে ক্লাস্টার ভিত্তিতে চাষিদের উৎসাহিত করা হবে।

আরও পড়ুন-রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা

এভাবে জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে ওই চাষ করতে উৎসাহ দেওয়া হবে। তিনি আরও বলেন, এখানকার আবহাওয়া কমলালেবু চাষের পক্ষে উপযোগী। বক্সা পাহাড়ের কয়েকটি গ্রামে কমলালেবুর বাগানও রয়েছে। লেবুর স্বাদও ভাল। দার্জিলিংয়ের লেবুর পাশাপাশি বক্সার লেবুরও চাহিদা রয়েছে। শুধু বক্সা পাহাড়ই নয়, আলিপুরদুয়ার জেলাজুড়ে কমলালেবু চাষে উৎসাহিত করা হবে চাষিদের। এর ফলে আয়ের উৎস তো হবেই, তেমনই পর্যটনে উজ্জ্বল ভবিষ্যতের দেখা মিলতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় পাহাড় ও পাহাড়ের পাদদেশে কমলালেবু ছাড়াও মালটা, লিচু, কাঁঠাল চাষের পক্ষে অনুকূল আবহাওয়া। কিন্তু অনেক সময় আর্থিক প্রতিকূলতার জন্য চারা কিনতে পারেন না দুঃস্থ চাষিরা। তাই লাভজনক ফসলও চাষ করতে পারেন না তাঁরা। এবার বিনামূল্যে চারা পেলে সহজেই এই চাষ করতে পারবেন চাষিরা।

Latest article