প্রতিবেদন : বেনজির কাণ্ড। বিজেপির হিন্দুত্ববাদী নীতি বাস্তবায়নে এবার নেমে পড়লেন প্রশাসনের শীর্ষকর্তারাও। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের ডিজিপি বিজয় কুমার রাজ্যের সর্বস্তরের পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছেন, এবার পাঁজি দেখে অপরাধের মোকাবিলা করতে হবে। সেজন্য অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হিন্দু ক্যালেন্ডার বা পঞ্চাঙ্গ ব্যবহার করুন। খোদ পুলিশের শীর্ষকর্তার এই নজিরবিহীন নির্দেশে তোলপাড় শুরু হয়েছে।
আরও পড়ুন-পোস্টিং মামলায় সুপ্রিম স্থগিতাদেশ
বিজেপি-শাসিত রাজ্যগুলি কীভাবে প্রশাসনের গেরুয়াকরণ করছে, যোগীরাজ্যের এই ঘটনাই তার প্রমাণ। গত ১৪ অগাস্ট এক সার্কুলার জারি করেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি। সেখানে তিনি বলেছেন, রাজ্যে অপরাধের রেকর্ডগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, অমাবস্যার এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে রাতে বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়েছে। পঞ্চাঙ্গের একটি অনুলিপি দিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত জেলা ও সদর দফতরের ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাবলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, হিন্দু ক্যালেন্ডারে অমাবস্যার নির্দিষ্ট তারিখের এক সপ্তাহ আগে ও পরে অপরাধ বাড়ছে।
আরও পড়ুন-কলেজ গেটে বাউল গানে র্যাগিংয়ের বিরুদ্ধে শপথ
প্রতি মাসে ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের এই বিষয়টি মাথায় রেখে বিশ্লেষণ করতে হবে। ডিজির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর অমাবস্যা থাকবে। তার এক সপ্তাহ আগে এবং পরে যেন পুলিশ কর্তারা সতর্ক থাকেন। অমাবস্যা ধরে ক্রাইমের ম্যাপিং করা উচিত। রাতে টহল আরও বাড়াতে হবে। পুলিশ সূত্রের বক্তব্য, অন্ধকার রাতে অপরাধমূলক কাজকর্ম বাড়ার প্রবণতা থাকে। সেজন্য বাড়তি নজরদারিও থাকে। কিন্তু তা করতে গিয়ে সরকারি নথিতে হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করার এমন নির্দেশ আগে কেউ কখনও দেখেনি।