বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ

Must read

সংবাদদাতা, হাবড়া: মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে হাবড়ার জল সমস্যার সমাধানে সব ধরনের বেআইনি নির্মাণ (illegal construction) ভাঙার নির্দেশ দিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বেআইনি নির্মাণ খুঁজে বের করে সেই নির্মাণ ভাঙতে পুরসভা ও ভূমি দফতরকে শনিবার নির্দেশ দেন তিনি। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভুয়ো ভোটার ধরতেও তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন। প্রতি বছর বর্ষাকালে হাবড়ার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার একটি বুস্টিং পাম্পিং স্টেশন নির্মাণ করেছে। এদিন সেই পাম্পিং স্টেশনও পরিদর্শন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। পদ্মাখালের জবরদখলের জেরেই হাবড়া শহরে জমা জলের সমস্যা বাড়ছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন- ৭ দিন পার! তেলঙ্গানার সুড়ঙ্গ ধসে ৪ শ্রমিকের অবস্থান জানা গিয়েছে

Latest article