সংবাদদাতা, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার তিন বিধানসভা কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রামের তৃণমূলের সংগঠন দেখার দায়িত্ব বর্তেছে দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপর। দায়িত্ব পেয়ে প্রথমে কেতুগ্রামের কান্দরায় ও পরে মঙ্গলকোটের কৈচরে দলের কর্মিসভায় রবীন্দ্রনাথ উপস্থিত দলের স্থানীয় নেতা-কর্মীদের রাজ্যের নানা উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় যাওয়ার পরামর্শ দেন। কৈচরের সভায় ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, বিধায়ক অপূর্ব চৌধুরিরা।
আরও পড়ুন-লালসার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত সৎবাবা
আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের কর্মীদের দায়িত্ব স্মরণ করিয়ে রবীন্দ্রনাথ এই ভোটের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের পরই লোকসভা ভোট। সেই ভোটটা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত লোকসভা ভোটে এই রাজ্যে ১৮টা সিট পেয়েছিল বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তাতে এবার একটা সিটও পাবে কি না সন্দেহ। তাই এখন থেকেই ওরা কুৎসা অপপ্রচার শুরু করেছে।’’ কেন্দ্রীয় সংস্থা চক্রান্ত করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের অহেতুক হয়রান করিয়েও কিছুই প্রমাণ করতে পারেনি।