প্রতিবেদন : বিজেপি সাংসদের অতিথি হিসেবে লোকসভার দর্শক গ্যালারিতে ঢুকে সংসদকক্ষের মধ্যে তাণ্ডব চালায় দুই ব্যক্তি। বুধবারের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সংসদের অন্দরে। গোটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মোদি জমানায় সংসদের নিরাপত্তার চূড়ান্ত বেহাল অবস্থার ছবি। পরিস্থিতির চাপে এবার কড়া পদক্ষেপ করতে বাধ্য হলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর নির্দেশে বন্ধ করে দেওয়া হল সংসদের ভিজিটর পাস (Visitor Pass)। এর পাশাপাশি এই ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক।
এদিকে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিস্তারিত প্রতিক্রিয়া দাবি করেছেন কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর। তিনি বলেন, সত্যি হল এটাই যে এই লোকেরা (অনুপ্রবেশকারী) দৃশ্যত ক্ষমতাসীন দলের বর্তমান সাংসদের পৃষ্ঠপোষকতায় এসেছিল। এরা স্মোক ক্যান নিয়ে ভিতরে ঢোকে। এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে যে সংসদ ভবনের নিরাপত্তায় গুরুতর ফাঁক রয়েছে। হামলাকারীরা শুধু স্মোক ক্যানই ব্যবহার করেনি, তারা চিৎকার করে স্লোগান দিচ্ছিল। সংসদের পুরনো ভবনের তুলনায় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ভবনটি খুব ভাল অবস্থায় রয়েছে বলে মনে হয় না। কংগ্রেস সাংসদ আরও বলেন, ঘটনাটি ২০০১ সালে সংসদে হামলার বার্ষিকীতে ঘটল। আমি বিশ্বাস করি যে বিষয়টি যথেষ্ট গুরুতর। এই নিরাপত্তার ত্রুটি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেশবাসীর কাছে ব্যাখ্যা দিন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন- দুই হামলাই বিজেপির জমানায়, ২০০১ সালে সংসদে ভয়ঙ্কর হামলা চলেছিল ৩০ মিনিট ধরে