বাংলাদেশে রইল না আর কিছুই! হাসিনা-সহ তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Must read

হাসিনাকে আরও চাপে ফেলল বাংলাদেশের ইউনুস সরকার। এবার বঙ্গবন্ধু-কন্যার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। শুধু হাসিনাই (sheikh hasina) নয়, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এছাড়াও বোন শেখ রেহানা, রেহানার দুই সন্তান টিউলিপ সিদ্দিকী ও মুজিব সিদ্দিকীর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা পর থেকেই মুজিব কন্যা ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই গতকাল, মঙ্গলবার আদালত গোটা পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- ধর্মের নামে জালিয়াতি না! নাম না করে গদ্দারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হাসিনার (sheikh hasina) পরিবারের ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রোকের নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাসিনার ধানমণ্ডির বাড়ি ও সুধাসদন মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। টিউলিপের গুলশনের বাড়িটিও বাজেয়াপ্ত হয়েছে। হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক। সেই মামলার তদন্ত করে ঢাকার মেট্রোপলিটন কোর্টে রিপোর্ট জমা দেয় কমিশন। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সমস্ত নির্দেশ দিয়েছে আদালত।

Latest article