সংবাদদাতা, মালদহ : ২০২৬-এর প্রস্তুতি জোরকদমে শুরু করেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মীদের একত্রিত হয়ে প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশের পর এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভার আয়োজন করছে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেইমতো আজ, শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে সাংগঠনিক সভা হবে। এই বিশেষ সাংগঠনিক সভায় উপস্থিত থাকবেন রাজ্যসভা সাংসদ, ৮ জন বিধায়ক, জেলা কমিটির সদস্যগণ, জেলা পরিষদ সভাধিপতি-সহ সকল সদস্য, ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান, সকল কাউন্সিলর, ব্লক সভাপতি, শাখা সংগঠন জেলা ও ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, অঞ্চল চেয়ারম্যান ও অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান ও উপপ্রধান, সোশ্যাল মিডিয়ার জেলা নেতৃত্ব। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীদের এই বৈঠকে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সন্তানের রকমফের মায়েদের হয়রানি
এই বৈঠকে সাংগঠনিক আলোচনা ছাড়াও ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরির পরিকল্পনা করা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, বুথ স্তর থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা কমিটির সদস্য ও পদাধিকারীরা কী কৌশলে নিজ নিজ এলাকায় সংগঠন বিস্তার করছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। সাংগঠনিক সভাকে সাফল্যমণ্ডিত করতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এবিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। এই সভায় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।