সংবাদদাতা, কাটোয়া : কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশন আর রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের টাকা খরচের জন্যে মহকুমাস্তরে প্রশাসনিক বৈঠক করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে বার্তা দিয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সেই রেশ ধরেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল লোকসভা ভোটের আগে ওই দুটি প্রকল্পের টাকায় জেলায় উন্নয়নের কাজ যাতে দ্রুত হয়, তার জন্যে রবিবার দুপুরে কাটোয়ায় সাংগঠনিক সভা করল। একই সঙ্গে জানুয়ারি মাস জুড়ে দলের সাংগঠনিক কর্মসূচি ঠিকভাবে পালন করা হয় এই সভায় তারও নির্দেশ দিলেন তৃণমূল নেতারা।
আরও পড়ুন-হাম.লার পর সংসদে নজরদারির বজ্র আঁটুনি
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলায় চলতি আর্থিক বছরে (২০২৩-২৪) ২১৫টি গ্রামপঞ্চায়েত ২২৯ কোটি ৫৩ লক্ষ টাকা পেয়েছে। খরচ করেছে ৫৮.৩৮%। আর ২৩টি পঞ্চায়েত সমিতি পেয়েছে ৫৮ কোটি ৩০ লক্ষ টাকা। খরচ হয়েছে ৫৬.৬১%। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিস্তরে জেলায় পড়ে আছে প্রায় ১২১ কোটি টাকা। জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘জেলার উন্নয়নে প্রশাসনের সঙ্গে আমাদেরও একটা ভূমিকা রয়েছে। উন্নয়নের গতি ঠিক রাখার জন্যে পড়ে-থাকা টাকা দ্রুত খরচ করতে হবে। তবেই পরের কিস্তির টাকা পাওয়া যাবে। একই সঙ্গে দলের রাজনৈতিক কর্মসূচিগুলিও সঠিকভাবে পালন করতে হবে।’ মন্ত্রী স্বপন দেবনাথ উন্নয়নের টাকা খরচের নির্দেশের সঙ্গে জেলার ৪৫০৬টি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের প্রকল্প ও দলীয় কর্মসূচি পালনের জন্যে বলেন। তাঁর কথায়, ‘বিধানসভায় ১৬টিতেই আমরা জিতেছি। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিও আমাদের হাতে। লোকসভাতেও আমাদের জয়ের রেশ বজায় রাখতে হবে।’