মৃত ইউক্রেনীয় সেনাদের অঙ্গ চুরি করে বিক্রি করা হচ্ছে! বিস্ফোরক অভিযোগ

Must read

বিস্ফোরক অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে প্রায় আড়াই বছর ধরে। এই সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে বহু সাধারণ মানুষ-সহ ইউক্রেনীয় (Ukraine) সেনার। এরমধ্যে পুতিন প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, রুশ হেফাজতে মৃত ইউক্রেনীয় সেনাদের শরীর থেকে অঙ্গ চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আরও পড়ুন- যাদবপুরে ফের পড়ুয়া নিগ্রহ র‍্যাগিং নয়, দাবি কর্তৃপক্ষের

এক ইউক্রেনীয় যুদ্ধবন্দির স্ত্রী ল্যারিসা সালায়েভের দাবি, বহু ইউক্রেনীয় (Ukraine) সেনাকর্মীর দেহ রাশিয়ার সেনা ফেরত দেওয়ার সময় দেখা গিয়েছে, মৃত সেনাকর্মীর দেহে গুরুত্বপূ্র্ণ অঙ্গ নেই! দেহগুলি ফেরত পাচ্ছি ক্ষতবিক্ষত অবস্থায়। কিন্তু কেবল যে সেগুলি ক্ষতে ভরা তাই-ই নয় তাঁর অভিযোগ, এগুলো সবই চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া, বেলারুশ ও ক্রিমিয়া থেকে রুশ সেনা আক্রমণ করে ইউক্রেনে। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ঘরছাড়া বহু ইউক্রেনীয়।

 

Latest article