আজ দল নিয়ে পরীক্ষার পথে হাঁটতে চান অস্কার

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল।

Must read

প্রতিবেদন : প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। রবিবার গ্রুপের শেষ ম্যাচে অস্কার ব্রুজোর দলের সামনে ভারতীয় বিমানবাহিনী। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট তাদের। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বিমানবাহিনীর টিম। এই ম্যাচের ফলাফলের উপর গ্রুপের অবস্থানও বদলাবে না। গ্রুপ সেরা হয়েই শেষ আটে খেলবে ইস্টবেঙ্গল। নিয়মরক্ষার ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখার পাশাপাশি নক আউট পর্বের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে চান লাল-হলুদ কোচ।
পি ভি বিষ্ণু প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তরুণ উইঙ্গার গত কয়েকদিন সাইডলাইনে কাটালেও এদিন হালকা অনুশীলন করে ফিজিওর অধীনে মাঠের ধারে ট্রেনিং করেন। ম্যাচের আগের দিন নিউ টাউনের মাঠে অনুশীলন শুরুর আগে অস্কার বললেন, ১০-১৫ মিনিট বিষ্ণুকে গেম-টাইম দেওয়ার চেষ্টা করব। কেভিন সিবিললেকেও আরও বেশি সময় খেলার সুযোগ দিতে চাই। আগের ম্যাচে কেভিন পরে নেমে ভাল খেলেছে। ওকে আরও ভালভাবে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। তবে যারাই খেলুক জয়ের ছন্দ ধরে রাখার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন-গম্ভীর-বার্তায় শাস্তি এড়িয়েছিল ভারত

পরে অনুশীলনে দেখা যায়, আনোয়ার আলির সঙ্গে কেভিনকে স্টপারে খেলালেন অস্কার। চোট রয়েছে লালচুংনুঙ্গার। আজ মাঠের ধারে সময় কাটান। তাই রবিবার সেন্ট্রাল ডিফেন্সে হয়তো আনোয়ার-কেভিন জুটিকে শুরু থেকে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। মাঝমাঠে তেমনই মহম্মদ রশিদকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে অস্কারের। হামিদকে শুরু থেকে খেলানো হতে পারে। প্রতিপক্ষ বিমানবাহিনীর টিম নিয়ে সতর্ক অস্কার। বললেন, সেনাবাহিনীর টিমগুলো লড়াকু ফুটবল খেলে। ওরা নিজেদের সবটুকু দিয়ে খেলে। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে ভুগতে হবে।

Latest article