লজ্জা! মোদি জমানায় প্রথম ৮ বছরে লক্ষাধিক কৃষকের আত্মহত্যা

Must read

যদি কৃষকরাই দেশের মেরুদণ্ড হয়, তবে আপনার শাসনে কেন মরছে কৃষক? কেন কৃষকদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে দিন দিন? জবাব দেবেন না মোদিবাবু? মোদির বিকশিত ভারতে দেশে প্রথম আট বছরে দেশের ভয়াবহ কৃষক-চিত্র দেখলে, আঁতকে উঠবেন। দেশের অন্নদাতাদের এমন সকরুণ অবস্থা এর আগে হয়নি দেশে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশে ক্ষমতায় আসার পর থেকে ২০২২ সাল পর্যন্ত লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছেন দেশে। আর তার মধ্যে বিজেপি-রাজ্যগুলির অবস্থা ভয়াবহ। বিশেষ করে যোগী-রাজ্য উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের (maharashtra) কৃষকদের আত্মহত্যার পথ বেছে নেওয়ার প্রবণতা বেশি। সোশ্যাল মিডিয়ায় দেশের এই পরিস্থিতির কথা তুলে ধরেই তৃণমূল সাফ কথা, মোদিবাবু আপনার বিকশিত ভারতে কৃষকদের প্রতি উদাসীনতা আসলে গণহত্যারই নামান্তর।

২০১৪ থেকে ২০২২-এর মধ্যে কৃষক আত্মহত্যার পরিসংখ্যান-সহযোগে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। সেখানে দেখা যাচ্ছে, মোদি জমানার আট বছরে ১ লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছেন দেশে। শুধু ২০২২ সালেই দেশের ১১২৯০ জন কৃষক নিজের জীবন শেষ করে দিয়েছেন সরকারের উদাসীন কর্মকাণ্ডের জেরে। ২০২০ ও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সেই প্রবণতা এখনও কমেনি। কৃষক আত্মহত্যা এখনও চলছে। ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে ৪২৪৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর এক ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে কৃষক আত্মহত্যার হার বেড়েছে ৪২ শতাংশ। তৃণমূল জানিয়েছে, মোদি আমলে কৃষকদের নিয়ে যা চলছে, এটা শাসন নয়, এটা আপনাদের উদাসীনতার হাতে গণতহ্যা। মোদিবাবু আপনি দেশের অন্নদাতাদের হাত ভেঙে দিয়েছেন। আর তার নাম দিয়েছেন উন্নয়ন। আপনার হাতে কৃষকদের রক্ত লেগে গিয়েছে। ওঁদের নিস্তবদ্ধতাই আপনাকে তাড়া করে বেড়াবে।

আরও পড়ুন-নীতীশের রাজ্যে পরীক্ষা ব্যবস্থার এ কী হাল! ১০০-তে ২৫৭ পেয়েও ফেল করলেন পড়ুয়া

মোদি জমানায় দেশ যে এই প্রবণতা থকে এখনও মুক্ত হতে পারেনি, তার প্রমাণ রয়েছে তথ্য-পরিসংখ্যানেই। চলতি বছরের প্রথম তিন মাসেই ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে (maharashtra)। এই মৃত্যুমিছিল বজায় থাকলে গত দু-বছরের কৃষক-মৃত্যুর রেকর্ডও ভেঙে ফেলবে মহারাষ্ট্র সরকার। এর মধ্যে দুশো কৃষকের পরিবারকে আবার ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে তারা। বিপুল দেনা থেকে ফসলের ন্যায্য মূল্য না পাওয়া— মূলত এই দুয়ের জেরে বছরের শুরু থেকে কৃষক আত্মহত্যায় শীর্ষে রয়েছে বিজেপি-শাসিত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ২০২৩ সালে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২,৮৫১টি। ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ২,৬৩৫টিতে। ২০২৫ সালে কৃষক আত্মহত্যার ঘটনা ৩ হাজার পেরিয়ে যেতে পারে।

Latest article