মেঠো হাঙ্গামায় মৃত শতাধিক, গিনির ফুটবল স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনা

Must read

এনজেরেকোর, ২ ডিসেম্বর : ফের রক্ত ঝরল ফুটবল মাঠে। পশ্চিম আফ্রিকার দেশ গিনির (Guinea) এনজেরেকোরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ জন সমর্থকদের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই মারা গিয়েছেন স্টেডিয়াম থেকে বেরোনোর সময় পদপিষ্ট হয়ে।
রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গন্ডগোলের শুরু। পরে স্টেডিয়ামের বাইরেও তা ছড়িয়ে পড়ে। এমনকী, থানাতেও আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। স্থানীয় হাসপাতাল সূত্রের খবর, সেখানকার মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। জায়গা না হওয়াতে হাসপাতালের মেঝেতেই সারি সারি মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে। মিডিয়ার খবর, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দু’টি দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা বেধে যায়। সমাজমাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেও প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে।
গিনির (Guinea) জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। পরে আন্তর্জাতিক স্তরে তীব্র বিরোধিতার মুখে পড়ে ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। গোটা দেশে যখন এমন রাজনৈতিক অস্থিরতা চলছে, তার মধ্যেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। এদিকে, জার্মানি ফুটবল লিগের চতুর্থ বিভাগের একটি ম্যাচেও হাতাহাতিতে জড়িয়ে আহত হয়েছেন মোট ৭৯ জন। এর মধ্যে ১০ জন পুলিশ ও ৫ জন নিরাপত্তাকর্মী। কার্ল জেসিস জেনা ৫-০ গোলে বিএমজি চেমি লাইপজিগকে হারানোর পর, পরাজিত দলের সমর্থকরা বিজয়ী দলের সমর্থকদের উপর আক্রমণ চালায়।

আরও পড়ুন- ফের হার মহামেডানের

Latest article