একদিকে জঙ্গি খতম করার অভিযান চলছে অন্যদিকে মাওবাদী। বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার তেলেঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জনেরও (15 Maoist Killed) বেশি মাওবাদী নিকেশ হয়েছে।
আরও পড়ুন- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী
মাওবাদী (15 Maoist Killed) নিকেশ অভিযানে রয়েছেন জেলা রিজার্ভ গার্ড (DRG), বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (STF), রাজ্য পুলিশের সমস্ত ইউনিট, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং CoBRA-সহ বিভিন্ন ইউনিটের প্রায় ২৪০০০ নিরাপত্তা কর্মী।
মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন, ব্যাটালিয়ন নং ১ এবং তেলঙ্গানা রাজ্য মাওবাদী কমিটির সিনিয়র ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল এই অভিযান শুরু হয়েছিল।