বিমানবন্দরে ২,২১৬টি লোডার পদের জন্য ২৫ হাজারের বেশি আবেদন জমা

Must read

প্রতিবেদন: দু-দিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের এক প্রতিবেদনে ভারতে কর্মসংস্থান নিয়ে রঙিন ছবি এঁকে দেশবাসীর সামনে পেশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, ২০২৪-২৫ আর্থিক বছরে দেশে ৪.৬৭ কোটি চাকরি যুক্ত হয়েছে। বর্তমানে ৬৪.৩৩ কোটি অস্থায়ী চাকরি রয়েছে, যা ২০২৩-এর আর্থিক বছরে ছিল ৫৯.৬৭ কোটি। কিন্তু সেই রঙিন ছবি কতটা বাস্তববর্জিত তা বোঝা গেল মঙ্গলবার মুম্বাইয়ের ঘটনায়। এয়ারপোর্ট লোডারদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে ভয়াবহ ভিড় ও হুড়োহুড়িতে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কারণ, ২,২১৬টি শূন্যপদের জন্য ২৫ হাজারের বেশি আবেদনকারী উপস্থিত হয়েছিল। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের কর্মীরা বিশাল ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায়। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড দেশের প্রধান বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদান করে। বিভিন্ন টিভি চ্যানেলের ভিস্যুয়ালে দেখা গিয়েছে যে আবেদনকারীরা একে অপরকে ধাক্কা দিয়ে প্রাণপণ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ফর্ম কাউন্টারে পৌঁছনোর জন্য। আবেদনকারীদের খাবার এবং জল ছাড়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তাঁদের অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করছিলেন। বিমানবন্দর লোডারদের বিমানে লাগেজ লোড করা এবং আনলোড করা এবং ব্যাগেজ বেল্ট এবং র‌্যাম্প ট্রাক্টর চালানোর দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি বিমানের লাগেজ, কার্গো এবং খাদ্য সরবরাহের জন্য কমপক্ষে পাঁচজন লোডার প্রয়োজন। এয়ারপোর্ট লোডারদের বেতন প্রতি মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে, কিন্তু বেশির ভাগ ওভারটাইম ভাতা যুক্ত করে ৩০ হাজার টাকার বেশি আয় হয়। চাকরির জন্য শিক্ষাগত মানদণ্ড মৌলিক, তবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। এই চাকরি পাওয়ার আশায় কেউ ইন্টারভিউ দিতে এসেছিলেন ৪০০-৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। কেউ বা আবার রাজস্থান থেকে পৌঁছে গিয়েছেন মায়ানগরী মুম্বইতে। চাকরি পাওয়ার জন্য ডিগ্রিধারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এঁদের মধ্যে কেউ বিবিএ করছেন, কেউ স্নাতক, এমনকী স্নাতকোত্তর স্তরের আবেদনকারীরাও ছিলেন ওই ভিড়ের মধ্যে। সম্প্রতি গুজরাটের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে ৪০টি শূন্য পদের জন্য একটি ফার্মের ওয়াক-ইন সাক্ষাৎকারে প্রায় ৮০০ জন লোক উপস্থিত হওয়ার পর পদদলিত হওয়ার মতো পরিস্থিতি দেখা যায়। একই পরিস্থিতি দেখা গেল মুম্বইয়ে। ফের ধরা পড়ল মোদি জমানায় দেশের কর্মসংস্থানের ভয়াবহ ছবি।

আরও পড়ুন-ভারতে কর্মসংস্থান নেই, কাজের সন্ধানে গিয়ে বন্দিদশা আফ্রিকাতেও

Latest article