জাতীয়

স্রেফ ভাঁওতা! কেন্দ্রের বঞ্চনার শিকার ৩৬ লক্ষের বেশি প্রবীণ

মোদি গ্যারান্টি স্রেফ ভাঁওতা। ভোটের প্রচারে বারবার সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কিনতেই যে নরেন্দ্র মোদি গ্যারান্টির নামে ধাপ্পা দিয়েছেন, তা ফের একবার প্রমাণিত হল ইপিএফের রিপোর্টে। কেন্দ্রের বঞ্চনার শিকার হলেন এবার ৩৬ লক্ষেরও বেশি প্রবীণ মানুষ। দেশের বয়স্কদেরও অপমান করতে ছাড়ল না কেন্দ্রের বিজেপি সরকার।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে গলা ফাটিয়ে গ্যারান্টি দিয়েছিলেন মোদি। সংবাদমাধ্যমে ফলাও করে বিজ্ঞাপন ছাপিয়ে ছিলেন মোদি-গ্যারান্টির। কিন্তু যতদিন যাচ্ছে প্রতিটি গ্যারান্টি ভাঁওতা বলে প্রতিপণ্ণ হচ্ছে। ঠিক যেমন হল পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন নিয়ে। নরেন্দ্র মোদির গ্যারান্টি ছিল এক হাজার টাকা করে প্রত্যেকে ন্যূনতম পেনশন পাবেন। কিন্তু আদতে তাঁরা পাচ্ছেন ৩০০ থেকে ৫০০ টাকা করে। গ্যারান্টির নামে স্রেফ ধাপ্পা চলছে।

আরও পড়ুন: উপত্যকায় উদ্ধার দুই পুলিশকর্মীর দেহ! শুরু তদন্ত

মোদি সরকারের এই ধাপ্পা ধরা পড়ে গিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্টেই। সম্প্রতি কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে ওই আর্থিক রিপোর্ট পেশ করতেই ধরা পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর গ্যারান্টি যে স্রেফ ভোটের জন্য ধাপ্পাবাজি, তা প্রমাণ হয়ে গিয়েছে। ইপিএফও-র রিপোর্ট বলছে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ইপিএফের আওতায় পেনশন পেয়েছেন সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ৩৬ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ পেয়েছেন এক হাজার টাকার কম। তাঁদের মধ্যে বেশিরভাগেরই মাসিক পেনশন ছিল ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। খুব স্বল্পসংখ্যক পেয়েছেন ৫০০ টাকা। তাহলে হাজার টাকার গ্যারান্টি গেল কোথায়? প্রশ্ন তুলেছেন পেনশনভোগীরা। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এবার এক হাজার টাকার নীচের পেনশনভোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার। এটাই বা হল কী করে, যেথানে ন্যূনতন পেনশন হওয়ার কথা এক হাজার টাকা, সে প্রশ্নও উঠে পড়েছে।

ন্যূনতম পেনশন এক হাজার থেকে বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করার দাবি দীর্ঘদিনের। এই আন্দোলন চালিয়ে আসছেন ইপিএস ৯৫-এর পেনশনভোগীরা। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত এই মর্মে তোপ দেগেছেন মোদি সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ন্যূনতম পেনশন এক হাজার টাকা করার সিদ্ধান্ত মোদি সরকারের নয়। ২০১৪ সালে ইউপিএ আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ঘোষণা করেছিলেন. তারপর সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বিজেপিই তখন বলেছিল, হাজার টাকা পেনশনের নামে কেন্দ্র ভিক্ষা দিচ্ছে। ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে পেনশন দেবেন তাঁরা। তারপর ১০ বছর কেটে গিয়েছে তিন হাজার টাকা পেনশন পাননি। এবার প্রধানমন্ত্রী মোদি মিথ্যাচার করে এক হাজার টাকা গ্যারান্টি দিয়েছেন। তাও ভাঁওতা। তাঁরা প্রশ্ন তুলেছেন কেন এই বঞ্চনা। তৃণমূলের দাবি, পুরোটাই ভাঁওতা আর ধাপ্পার উপর চলছে কেন্দ্রের সরকার। প্রতি পদক্ষেপে তা প্রমাণ হয়ে যাচ্ছে। এরা প্রকল্প চুরি করে। পুর্বতন সরকারের পাস করা কাজকেই গ্যারান্টি বলে চালায়। সেই গ্যারান্টির প্রতিশ্রুতিও রক্ষা করে না। মিথ্যাচার-মিথ্যাবাদী একটা সরকার চলছে কেন্দ্রে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago