দেশে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও জারি নিষেধাজ্ঞা

Must read

ভারত (India)-পাকিস্তান অশান্তির মধ্যে বহু বিমানবন্দর বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। শনিবার ১০ মে পর্যন্ত বন্ধ থাকবে। ৪৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জারি NOTAM (Notice filed with an aviation authority)।

উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের কোন কোন বিমানবন্দর বন্ধ?
লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমের, জামনগর, ভাটিন্দা, ভুজ, ধর্মশালা, শিমলা, রাজকোট, পোরবন্দর, বিকানের, হিন্দন, কিষাণগড়, কান্দলা, গোয়ালিয়র, কেশর, ভুন্টার, গগ্গল, লুধিয়ানা, হালওয়ারা, মুন্দ্রা, পাতিয়ালা।

আরও পড়ুন- লাহোর বিমাবন্দরের একাধিক বিস্ফোরণ, আতঙ্ক শহরজুড়ে

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার ছাড়াও আরও কয়েকটি বিদেশী বিমান সংস্থা বিভিন্ন বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করেছে। বৃহস্পতিবার ভারতীয় বিমান সংস্থাগুলি মোট ৪৩০টি ফ্লাইট বাতিল করেছে, যা দেশের নির্ধারিত পরিষেবার ৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানি বিমান সংস্থাগুলি ১৪৭টি উড়ান বাতিল করেছে, যা তাদের নির্ধারিত পরিষেবার ১৭ শতাংশ।

Latest article